আজকাল ওয়েবডেস্ক: যদি কম সময়ে নিজের টাকা বৃদ্ধি করতে চান তাহলে আপনার কাছে সবথেকে ভাল উপায় হল মিউচুয়াল ফান্ড। যদি এখানে বিনিয়োগ করতে পারেন তাহলে সেখান থেকে দ্রুত নিজের ভবিষ্যত নিশ্চিত করতে পারবেন।
বন্ধন স্মল ক্যাপ ফান্ড: এখানে মাসে ১০ হাজার টাকার এসআইপি বিনিয়োগ আপনাকে দিতে পারে ৫.৬২ লাখ টাকা। বিগত তিন বছরে এখানে দেওয়া হয়ছে এক্সআইআরআর ৩২.৯২ শতাংশ। ফলে এখানে বিনিয়োগ করলেই ভাল ফল পাবেন।
মোতিলাল অসওয়াল লার্জ অ্যান্ড মিডক্যাপ ফান্ড: এখানে মাসে ১০ হাজার টাকার এসআইপি বিনিয়োগ আপনাকে দিতে পারে ৫.৪৪ লাখ টাকা। বিগত তিন বছরে এখানে দেওয়া হয়েছে এক্সআইআরআর ৩০.৩৬ শতাংশ। ফলে এখানে বিনিয়োগ করলেও ভাল ফল পেতে পারেন।
আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ফার্মা হেল্থকেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক ফান্ড: এখানে মাসে ১০ হাজার টাকার এসআইপি বিনিয়োগ আপনাকে দিতে পারে ৫.৪৩ লাখ টাকা। বিগত তিন বছরে এখানে দেওয়া হয়েছে এক্সআইআরআর ৩০.৮১ শতাংশ। ফলে এখানে বিনিয়োগ করলেও ভাল ফল পেতে পারেন।
ইনভেসকো ইন্ডিয়া মিডক্যাপ ফান্ড: এখানে মাসে ১০ হাজার টাকার এসআইপি বিনিয়োগ আপনাকে দিতে পারে ভাল লাভ। বিগত তিন বছরে এখানে দেওয়া হয়েছে এক্সআইআরআর ২৩.২ শতাংশ। ফলে এখানে বিনিয়োগ করলেও ভাল ফল পেতে পারেন।
কোয়ান্টাম গোল্ড সেভিংস ফান্ড: এখানে মাসে ১০ হাজার টাকার এসআইপি বিনিয়োগ আপনাকে দিতে পারে ৫.৩২ লাখ টাকা। বিগত তিন বছরে এখানে দেওয়া হয়েছে এক্সআইআরআর ২৮.২৮ শতাংশ। ফলে এখানে বিনিয়োগ করলেও ভাল ফল পেতে পারেন।
তবে যেখানেই বিনিয়োগ করেন তার আগে সমস্ত তথ্য ভাল করে জেনে নেবেন। যদি আপনার কোনও ক্ষতি হয় তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।
