আজকাল ওয়েবডেস্ক: ভারতে সোনার দাম এখন রেকর্ড উচ্চতায়। দাম বেড়ে যাওয়ায় অনেকেই পুরোনো বা অব্যবহৃত সোনার গয়না বিক্রি করতে যাচ্ছেন। বাড়ির লকারে পড়ে থাকা সোনার হার, বালা বা আংটি বিক্রি করে নগদ টাকা হাতে পাওয়ার সুযোগ অনেককে আকৃষ্ট করছে। তবে এর সঙ্গে সঙ্গে একটি প্রশ্নও বারবার উঠে আসছে—পুরোনো সোনা বিক্রি করলে কি জিএসটি দিতে হবে?


এর উত্তর এককথায় বলা যায় কাদের দ্বারা বিক্রি হচ্ছে, তার ওপর নির্ভর করে। প্রথমেই জানা দরকার, যখন আমরা নতুন সোনার গয়না কিনি, তখন তার ওপর ৩% জিএসটি দিতে হয়। এটি ২২ ক্যারেট বা ২৪ ক্যারেট সোনা দুটির ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য। অর্থাৎ আপনি যদি নতুন হার বা আংটি কিনতে যান, বিলের সঙ্গে অতিরিক্ত ৩% জিএসটি কেটে নেওয়া হবে।

আরও পড়ুন:  ফের দাম বাড়ল সোনার, কলকাতায় কত হল জেনে নিন এখনই


পুরোনো সোনা বিক্রির ক্ষেত্রে নিয়ম ভিন্ন
কিন্তু পুরোনো সোনা বিক্রির ক্ষেত্রে নিয়ম কিছুটা আলাদা। জিএসটি আইনের আওতায় পুরোনো গয়না বিক্রির সময় নিম্নলিখিত পরিস্থিতি দেখা দিতে পারে—
যদি কোনও সাধারণ ব্যক্তি পুরোনো গয়না বিক্রি করি কোনও জুয়েলারকে এক্ষেত্রে কোনও জিএসটি প্রযোজ্য নয়। কারণ সরকার স্পষ্টভাবে বলেছে, এটি ব্যবসার অংশ নয়, বরং ব্যক্তিগত লেনদেন। তাই এটিকে ‘সাপ্লাই’ হিসেবে ধরা হয় না।
যদি কোনও নিবন্ধিত ব্যবসায়ী বা স্বর্ণ বিক্রেতা পুরোনো সোনা বিক্রি করে সেক্ষেত্রে জিএসটি প্রযোজ্য হবে। যখন জুয়েলার পুরোনো সোনা পুনরায় বিক্রি করে তখন ক্রেতার কাছ থেকে ৩% জিএসটি নেওয়া হয়।


রিভার্স চার্জ মেকানিজম (RCM)
২০১৭ সালের জুলাই মাসে জিএসটি চালুর পর সরকার এই বিষয়টি নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দেয়। রিভার্স চার্জ মেকানিজম বা RCM-এর মূল কথা হল—সাধারণত বিক্রেতা জিএসটি দেয়, কিন্তু কিছু ক্ষেত্রে দায়িত্ব ক্রেতার ওপর বর্তায়।
জিএসটি আইনের ৯(৪) ধারায় বলা হয়েছে, যদি কোনও অ-নিবন্ধিত বিক্রেতা কোনও নিবন্ধিত ক্রেতাকে পণ্য বিক্রি করে, তাহলে ক্রেতাকে RCM-এর মাধ্যমে জিএসটি দিতে হবে।
তবে সরকার পরে স্পষ্ট করে জানায়, যদি কোনও সাধারণ ব্যক্তি, যিনি ব্যবসায়ী নন, নিজের পুরোনো গয়না বিক্রি করেন, তাহলে সেটা জিএসটির আওতায় পড়বে না। কারণ এটি ব্যবসার উদ্দেশ্যে নয়, বরং ব্যক্তিগত সম্পত্তি বিক্রির অংশ।


আপনি যদি একজন সাধারণ মানুষ হয়ে পুরোনো গয়না জুয়েলারকে বিক্রি করেন, কোনও জিএসটি দিতে হবে না। যদি অ-নিবন্ধিত স্বর্ণ বিক্রেতা জুয়েলারকে সোনা বিক্রি করে, তবে জুয়েলারকে RCM-এর আওতায় জিএসটি দিতে হবে। জুয়েলার পুরোনো সোনা নতুন করে বিক্রি করলে তখন ক্রেতাকে ৩% জিএসটি দিতে হয়।


আজকের দিনে সোনার দাম অনেক উঁচুতে, তাই পুরোনো গয়না বিক্রি করে অনেকেই লাভ তুলতে চাইছেন। কিন্তু এর সঙ্গে জিএসটি সংক্রান্ত বিভ্রান্তি থাকা স্বাভাবিক। মনে রাখবেন, আপনি যদি কেবল একজন সাধারণ বিক্রেতা হন এবং নিজের পুরোনো গয়না বিক্রি করেন, তবে জিএসটি নিয়ে চিন্তা করার কিছু নেই। এই কর কেবল ব্যবসায়িক বিক্রয়ের ক্ষেত্রেই প্রযোজ্য।