আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাকিস্তান সংঘাতে যুদ্ধবিরতি ঘোষণার পর সপ্তাহের শুরুতে একটানা দৌড়েছিল শেয়ার বাজার। কিন্তু মঙ্গলবারই ছন্দপতন। এ দিন দুপুরে সেনসেক্সের পতন হল এক হাজার পয়েন্ট। পতন নিফটিতেও। বিশেষজ্ঞদের মতে, লগ্নিকারীরা প্রফিট বুক করার ফলে এই পতন।

দিনের শুরুতে নিফটি ছিল ২৪,৮৬৪.০৫, সেনসেক্স ছিল ৮২,২৪৯.৬০। যদিও সেশনের মাঝামাঝি সময়ে সূচকগুলি ফের কিছুক্ষণের জন্য উঠেছিল। সোমবার বাজারের উত্থানের পর বিনিয়োগকারীরা খানিকটা দ্বিধাগ্রস্ত আজ।

সর্বভারতীয় সংবাদ সংস্থা এএনআই-এর মতে, বাজার বিশেষজ্ঞরা মঙ্গলবার বাজারের পতনের জন্য প্রফিট বুকিংকে দায়ী করেছেন। সোমবার নিফটি প্রায় ৩.৮% উত্থানের পর যা স্বাভাবিক প্রতিক্রিয়া। সোমবারের শক্তিশালী বাজার পারফরম্যান্সের পর, বিনিয়োগকারীরা মুনাফা তুলে নিতে ব্যস্ত হয়ে পড়েন। যার ফলে শেয়ারের দামে পতন ঘটে।

ব্যাঙ্কিং এবং শেয়ার বাজার বিশেষজ্ঞ অজয় বাগ্গা এএনআই-কে বলেন, "বিদেশী লগ্নি এবং প্রতিষ্ঠানিক বিনিয়োগ তেমন না হওয়া সত্ত্বেও সোমবার ভারতের বাজার দৌড়েছিল। এর অর্থ সাধারণ লগ্নিকারীরা বাজারে ভরসা রেখে টাকা ঢেলেছিলেন। কিন্তু আজ সকাল থেকে ফিউচার অ্যান্ড অপশন মার্কেট ধীরে চলছে। কিন্তু খুচরো বিনিয়োগ যদি চলতে থাকে তাহলে বাজারের দৌড় অব্যাহত থাকবে।"

এর পাশাপাশি বিশেষজ্ঞদের অনুমান, আমেরিকা এবং চীন একে অপরের পারস্পরিক শুল্কের হার ৯০ দিনের জন্য কমিয়ে দেওয়ার প্রভাব পড়েছে ভারতীয় বাজারে। আন্তর্জাতিক বাজারগুলি ইতিমধ্যেই বাণিজ্য চুক্তিকে সয্য করে নিয়েছে। এর ফলে বিশ্ব অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছে। তবে, বিশেষজ্ঞদের মতে, আমেরিকা-চীনের নতুন চুক্তি বর্তমান পরিস্থিতির খুব বেশি পরিবর্তন করতে পারেনি। 

মঙ্গলবার নিফটি ফার্মা ১.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, নিফটি পিএসইউ ব্যাঙ্কও উত্থান হয়েছে। কিন্তু বেশিরভাগ অন্যান্য সেক্টরের সূচকগুলি লাল ছিল। নিফটি আইটি এক শতাংশেরও বেশি হ্রাস পেয়েছে।