আজকাল ওয়েবডেস্ক: দেশের বৃহত্তম বিমা সংস্থা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) অনেক ধরণের পলিসি পরিচালনা করছে। সংস্থাটি বিভিন্ন শ্রেণীর চাহিদা অনুযায়ী পলিসি চালু করেছে। এলাইসি-র অন্যতম প্রকল্প হল 'জীবন উৎসব'। এটি একটি ঐতিহ্যবাহী পরিকল্পনা, বাজারের সঙ্গে সংযুক্ত নয়। এর অর্থ হল আপনি এতে নিশ্চিত রিটার্ন পাবেন। এটি এমন একটি প্রকল্প যেখানে চাকরি থেকে অবসর নেওয়ার পর, আপনি প্রতি মাসে ১৫,০০০ টাকা পেনশন পাবেন।

আপনি এলআইসি-র জীবন উৎসব প্রকল্পে ৫ বছর থেকে ১৬ বছর মেয়াদী বিনিয়োগ করতে পারেন। এলআইসি-র এই পলিসি আপনার অবসর গ্রহণের সময় মেয়াদউত্তীর্ণ হবে।  এই পরিকল্পনায় আপনি কত রিটার্ন পাবেন তা নির্ভর করে কত সময়ের জন্য বিনিয়োগকারী পরিকল্পটিতে বিনিয়োগ করেছেন তার উপর নির্ভর করবে। এই প্রকল্পের অধীনে, বিনিয়োগকারীরা কমপক্ষে ৫ লক্ষ টাকার বিমাকৃত অর্থ পাবেন। ৮ থেকে ৬৫ বছর বয়সী ব্যক্তিরা এলআইসি জীবন উৎসব প্ল্যানে বিনিয়োগ করতে পারবেন।

মেয়াদী বিমার সুবিধা:

এলআইসি জীবন উৎসব প্ল্যানে বিনিয়োগ করে গ্রাহকরা মেয়াদী এবং জীবন উভয় বিমার সুবিধাই পাবেন। তাই, মেয়াদী বিমার মতো, এই প্রকল্পে আপনি কেবল একটি নির্দিষ্ট সময়ের জন্য নয় বরং পুরো জীবনের জন্য কভারেজের সুবিধা পাচ্ছেন। সেই কারণেই এটি একটি আজীবন রিটার্ন গ্যারান্টিযুক্ত প্রকল্প।

জীবন উৎসব প্রকল্পে সুদের হার:

কভার শুরু হওয়ার পরে, পলিসিধারীরা দু'টি বিকল্প পান। একটি বিকল্পের মধ্যে একটি বেছে নিতে হবে। প্রথম বিকল্পটি হল নিয়মিত আয় সুবিধা এবং দ্বিতীয় বিকল্পটি হল নমনীয় আয় সুবিধা। এতে, বিনিয়োগকারীদের ৫.৫ শতাংশ হারে বার্ষিক সুদ দেওয়া হবে। বিলম্বিত এবং ক্রমবর্ধমান নমনীয় আয় সুবিধার উপর এই সুদ দেওয়া হবে। যদি পলিসিধারক পলিসি শেষ হওয়ার আগে মারা যান, তাহলে মনোনীত ব্যক্তিকে সেই সময় পর্যন্ত জমা করা মোট প্রিমিয়ামের ১০৫ শতাংশ বোনাস হিসেবে দেওয়া হয়।