আজকাল ওয়েবডেস্ক: আধার ডাটাবেসকে আরও নির্ভুল ও সুরক্ষিত করতে বড় পদক্ষেপ নিল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। দেশজুড়ে মৃত ব্যক্তিদের তথ্য যাচাই করে ২ কোটিরও বেশি আধার নম্বর নিষ্ক্রিয় করা হয়েছে। সরকারের তরফে বুধবার জানানো হয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য আধার পরিকাঠামো বজায় রাখা এবং মৃত ব্যক্তিদের পরিচয়পত্র অপব্যবহার রোধ করা।


UIDAI জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলিতে মৃত ব্যক্তিদের আধার সক্রিয় থেকে যাওয়া নিয়ে উদ্বেগ বাড়ছিল। এই পরিস্থিতিতে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া (RGI), বিভিন্ন রাজ্য সরকার এবং একাধিক কেন্দ্রীয় মন্ত্রক-দপ্তর থেকে প্রাপ্ত মৃত্যু নিবন্ধনের ডেটা মিলিয়ে ব্যাপক পরিসরে তথ্য-শুদ্ধিকরণ (data cleaning) অভিযান চালানো হয়। যাচাই-বাছাইয়ের পর যেসব আধারধারীর মৃত্যু সরকারি রেকর্ডে নিশ্চিত হয়েছে, শুধু সেই নম্বরগুলিই নিষ্ক্রিয় করা হয়েছে বলে UIDAI জানিয়েছে।


কীভাবে চলছে যাচাই?
UIDAI জানিয়েছে, ডেটা নিষ্ক্রিয়করণের আগে বহুস্তরীয় যাচাই করা হয়—
সরকারি মৃত্যু-নিবন্ধন তথ্য
 রাজ্য সরকারের সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম
স্বাস্থ্যমন্ত্রক ও অন্যান্য দপ্তরের ডেটা
প্রতিটি সূত্র থেকে প্রাপ্ত রেকর্ড মিলিয়ে দেখার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।


এই প্রক্রিয়া শুরু হয় ২০২৪ সালে এবং ২০২৫-এ আরও জোরদার করা হয়। চলতি বছরের জুলাইয়ে নিষ্ক্রিয় আইডির সংখ্যা ছিল ১.১৭ কোটি, সেপ্টেম্বর নাগাদ তা বেড়ে হয় ১.৪ কোটি। বছরের শেষে UIDAI-এর লক্ষ্য ছিল ২ কোটিরও বেশি মৃত ব্যক্তির আধার নিষ্ক্রিয় করা, যা ইতিমধ্যেই অর্জিত হয়েছে।


মৃত ব্যক্তির আধার নম্বর নিষ্ক্রিয় করতে পরিবার সরাসরি UIDAI-কে তথ্য জানাতে পারেন। এর জন্য myAadhaar পোর্টাল ব্যবহার করতে হবে। প্রক্রিয়াটি হল—
পোর্টালে পরিবারের একজন সদস্য নিজের আধার দিয়ে লগ-ইন করবেন।
মৃত ব্যক্তির আধার নম্বর ও অফিশিয়াল ডেথ রেজিস্ট্রেশন নম্বর জমা দেবেন।
UIDAI তথ্য যাচাই করে আধার নিষ্ক্রিয় করবে।
UIDAI পরিবারের সদস্যদের অনুরোধ করেছে—মৃত্যু সনদ (Death Certificate) পাওয়ার পর দ্রুত এই রিপোর্টিং করলে পরিচয় জালিয়াতির ঝুঁকি কমবে।


ভুলবশত আধার নিষ্ক্রিয় হলে?
কিছু রাজ্যে মৃত্যু-রেজিস্ট্রেশন ব্যবস্থা এখনও দুর্বল। ডেটার অসঙ্গতি বা clerical error-এর কারণে ভুল করে কোনও জীবিত ব্যক্তির আধার নিষ্ক্রিয় হওয়ার আশঙ্কাও থেকেই যায়। বিশেষজ্ঞদের মতে, দেশের সিভিল রেজিস্ট্রেশন সিস্টেমে উন্নতি জরুরি।


UIDAI এই বিষয়ে জানিয়েছে—
ভুলে আধার নিষ্ক্রিয় হলে reactivation process রয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তি নির্দিষ্ট ফর্মে আবেদন করে “alive proof” বা প্রামাণিক নথি জমা দিলে পুনরায় আধার সক্রিয় করা হবে।
ভুল নিষ্ক্রিয়তার ক্ষেত্রে কী প্রক্রিয়ায় আবেদন করতে হবে, তার বিস্তারিত গাইডলাইন UIDAI ইতিমধ্যেই প্রকাশ করেছে।


কেন গুরুত্বপূর্ণ এই উদ্যোগ?
মৃত ব্যক্তিদের আধার সক্রিয় থাকলে—
ভুয়ো পরিচয় ব্যবহার করে প্রতারণা
সরকারি সুবিধা জালিয়াতি
ব্যাঙ্কিং ও সিম কার্ড দুর্নীতি র ঝুঁকি বেড়ে যায়। তাই আধার পরিকাঠামোর পরিচ্ছন্নতা ও নিরাপত্তার জন্য এই ডেটা-শুদ্ধিকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।


UIDAI বলছে, এই অভিযান চলবে এবং ভবিষ্যতে মৃত্যু-নিবন্ধন ডেটা স্বয়ংক্রিয়ভাবে যুক্ত করে ডাটাবেস আপডেট রাখা হবে। সরকারের মতে, এটি আধার ব্যবস্থাকে আরও স্বচ্ছ, সুরক্ষিত এবং বিশ্বাসযোগ্য করে তুলবে।