আজকাল ওয়েবডেস্ক: মধ্যবিত্তর সংসারে বেশি টাকা আয় হয় না। সেদিক থেকে দেখতে হলে যদি হিসেব করে বিনিয়োগ করেন তাহলে সেখান থেকে ভাল টাকা পেতে পারেন। হাল না ছেড়ে আপনাকে হিসেব করে এবং সঠিক জায়গাতে বিনিয়োগ করতে হবে। তাহলেই সেখান থেকে পাবেন কোটি টাকা।
মাসে যারা ২৫ হাজার টাকা মাইনে পান তারা এই টাকাকে ১১ বছরের মধ্যে করতে পারেন ৫ কোটি টাকা। তবে সেখানে আপনাকে বেশ কয়েকটি নিয়ম মেনে চলতে হবে। আপনাকে শুরু থেকেই এই আয়ের ২৫ শতাংশ সরিয়ে রাখতে হবে যেটি সেভিংস হিসেবে কাজ করবে।
যদি সম্ভব হয় তাহলে এই আয় থেকে আরও খানিকটা বেশি টাকা আপনাকে সেভিংস করতে হবে। ফলে সেখান থেকে আপনি বেশি টাকা জমাতে পারবেন। এই টাকা আপনাকে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে হবে। সেখানে রয়েছে ১২ শতাংশ হারে সুদ। এই টাকা আপনাকে অন্য কোনও ব্যাঙ্ক দেবে না। ফলে সেখানে আপনি ভাল টাকা ঘরে তুলতে পারবেন।
তবে আপনি যদি মনে করেন স্টক মার্কেটে আপনার ভাল লোক রয়েছে তাহলে এখান থেকে খানিকটা টাকা আপনি সেখানেও বিনিয়োগ করতে পারেন। সেখান থেকেও আপনি ভাল লাভ পেতে পারেন। তবে যদি স্টক মার্কেটে সঠিক দক্ষতা না থাকে তাহলে সেখানে আপনার বিনিয়োগ না করাই ভাল।
নিজের টাকা একটানা বিনিয়োগ করার মানসিকতা থাকতে হবে। ফলে সেখান থেকে আপনি অতি সহজেই এই লাভের মুখ দেখতে পারবেন। নিজের আয়কে এমন কয়েকটি ফিক্সড ডিপোজিটে আপনাকে বিনিয়োগ করতে হবে যেখান থেকে আপনি একটি নির্দিষ্ট সময় পর ভাল টাকা ফেরত পাবেন। সেখানে আপনাকে ব্যাঙ্কের কম সময়ের বিনিয়োগে জোর দিতে হবে। তাহলে সেখান থেকে বেশি লাভের টাকা দেখতে পারবেন।
আপনি নিজের টাকা এমন ব্যবসায়ে বিনিয়োগ করতে পারেন যেখান থেকে আপনার নগদ টাকা আসতে পারে। এটি আরেকটি সহজ উপায় যেখান থেকে আপনি অতি সহজেই লাভের টাকা ঘরে তুলতে পারবেন।
তবে যেখানেই বিনিয়োগ করবেন তার আগে ভাল করে সমস্ত তথ্য যাচাই করে নেবেন। যদি আপনার কোনও আর্থিক ক্ষতি হয় তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।
