আজকাল ওয়েবডেস্ক: যারা দীর্ঘসময় ধরে টাকা ব্যাঙ্কে বিনিয়োগ করতে চান তাদের জন্য বেশ কয়েকটি ভাল অফার দিয়েছে বেশ কয়েকটি ব্যাঙ্ক। তবে আপনি যদি মাত্র এক বছরের জন্য নিজের টাকা ফিক্সড ডিপোজিট করতে চান তাহলে আপনাকে এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে বিনিয়োগ করতেই হবে।
এই তিনটি বড় ব্যাঙ্ক এক বছরের জন্য যে সুদের হার দেবে তা অন্য ব্যাঙ্কে পাবেন না। এক বছরের জন্য ফিক্সড ডিপোজিটে সুদের হার রয়েছে এখানে ৬.২৫ শতাংশ। এখানে আপনি ২ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। ৩০০ দিনের জন্য ফিক্সড ডিপোজিটে এই অফার রয়েছে। সাধারণত অন্য সরকারি ব্যাঙ্কে যদি ফিক্সড ডিপোজিট করেন তাহলে যে হারে সুদ পান তার থেকে বেশি হারে সুদ দেবে এই ব্যাঙ্ক।
সিনিয়র সিটিজেনদের জন্য আর একটু বেশি সুদ। এখানে ১৮০ দিন থেকে শুরু করে ২৭০ দিনের জন্য সুদের হার রয়েছে ৬ শতাংশ করে। সাধারণ গ্রাহকরা পাবেন ৬.৫০ শতাংশ করে। সিনিয়র সিটিজেনরা পাবেন ৬.৫০ শতাংশ করে। ২৭১ দিন থেকে শুরু করে ২৯৯ দিন পর্যন্ত পিএনবি দেবে ৬.২৫ শতাংশ করে। জেনারেলের ক্ষেত্রে সুদের হার থাকবে ৬.৭৫ শতাংশ করে। সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে ৭.০৫ শতাংশ।
