আজকাল ওয়েবডেস্ক: কালীপুজোর আগের দিন ভয়াবহ দুর্ঘটনা সবংয়ে। একটি ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর দাউদাউ করে জ্বলতে শুরু করল মালবোঝাই ডাম্পার। মুহূর্তের মধ্যে আগুন গ্রাস করলো গোটা গাড়ি। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে আসে দমকল ও বিশাল পুলিশ বাহিনী। 

 

রবিবার ভোর প্রায় সাড়ে চারটে নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের নীলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, গতকাল রাত থেকে একটি মোরাম বোঝাই ডাম্পার নীলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় তেমাথানি-পটাশপুর রাজ্য সড়কের উপর দাঁড়িয়ে ছিল। পটাশপুরের দিক থেকে তেমাথানিগামী একটি ১৮ চাকার "টোন চিপস" বোঝাই ডাম্পার হঠাৎই দাঁড়িয়ে থাকা ডাম্পারের সামনে সজোরে ধাক্কা মারে। 

 

সংঘর্ষের তীব্রতায় আগুন ধরে যায় ১৮ চাকার ডাম্পারে। দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে স্থানীয় খড়ের গাদায়। দাউদাউ আগুনে কয়েকশো মিটার দূর থেকেও দেখা যায় কালো ধোঁয়ার মেঘ। আগুনের আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। 

 

আরও পড়ুন: কালীপুজোর আগেই সোনার দামে চমক! আজ কলকাতায় ২২ ক্যারাটের দর না জানলে বিরাট মিস

 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। প্রায় পাঁচ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঘটনার জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকে যান চলাচল। রাজ্য সড়কে তৈরি হয় তীব্র যানজট। পরে সবং থানার বিশাল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানজট নিয়ন্ত্রণ করে। 

 

স্থানীয়দের দাবি, প্রতিটি দুর্ঘটনাই ঘটছে রাতে এবং বেপরোয়া গতির কারণে। রাতে যদি ট্রাফিক পুলিশ এই রাজ্য সড়ক পর্যন্ত ডিউটিতে থাকে, তাতে বেপরোয়া চালকেরা খানিকটা সতর্ক হবেন। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। দুর্ঘটনার নির্দিষ্ট কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ডাম্পারগুলির বৈধতা, গতি, ও চালকদের অবস্থান খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ।