আজকাল ওয়েবডেস্ক: রাজস্থানের কোটা শহরে চুরির এক অদ্ভুত ঘটনায় কার্যত সিনেমার দৃশ্যের পুনরাবৃত্তি দেখা গেল। চুরি করতে গিয়ে এক ব্যক্তি বাড়ির রান্নাঘরের এক্সহস্ট ফ্যানের শ্যাফটে আটকে পড়ে প্রায় এক ঘণ্টা ঝুলে রইলেন।

জানা গিয়েছে, অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে গত ৩ জানুয়ারি কোটা শহরের সুবাস কুমার রাওয়াত নামে এক ব্যক্তির বাড়িতে। ওই দিন সুবাস রাওয়াত তাঁর পরিবারকে নিয়ে খাটুশ্যামজিতে বেড়াতে গিয়েছিলেন।

পরদিন রাত প্রায় ১টা নাগাদ রাওয়াতের স্ত্রী বাড়ি ফিরে বাড়ির মূল গেট খুলতেই চমকে ওঠেন। বাড়ির মূল ফটক খোলার পর স্কুটারের হেডলাইটের আলোয় রান্নাঘরের বাইরে এক ব্যক্তিকে ঝুলে থাকতে দেখেন তিনি।

দেখা যায়, ওই ব্যক্তি রান্নাঘরের এক্সহস্ট ফ্যানের শ্যাফটে অর্ধেক ঢুকে আটকে রয়েছে। তার শরীরের একাংশ বাড়ির ভেতরে এবং বাকি অংশ বাইরে ঝুলছিল।

ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি চুরির উদ্দেশ্যেই বাড়িতে ঢুকেছিল।

কিন্তু এক্সহস্ট ফ্যানের শ্যাফট দিয়ে ঢোকার চেষ্টা করতে গিয়েই সে মাঝপথে আটকে পড়ে এবং আর নিজেকে ওই গর্ত থেকে ছাড়াতে পারেনি।

চিৎকার এবং শব্দ শুনে তার এক সঙ্গী ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চোরটিকে ওই অবস্থায় ফেলে রেখেই। প্রায় এক ঘণ্টা ধরে চলে এই নাটকীয় পরিস্থিতি।

স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ভিড় করে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। অবশেষে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সূত্রের দাবি, অভিযুক্ত ব্যক্তি একটি গাড়িতে এসেছিল, যার গায়ে পুলিশ স্টিকার লাগানো ছিল।

সম্ভবত সন্দেহ এড়াতেই এই কৌশল বলে মনে করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে হেফাজতে নেয়।

তবে ওই চোরের পলাতক সঙ্গীর সন্ধানে তল্লাশি চলছে। পাশাপাশি অভিযুক্ত ব্যক্তি ওই এলাকায় অন্য কোনও চুরির ঘটনার সঙ্গে যুক্ত কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।