মিল্টন সেন,হুগলি : আর জি কর মেডিকেল কলেজের মহিলা চিকিৎসক খুনের ঘটনাযর প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের। শনিবার চন্দননগর শহর তৃণমূল কংগ্রেসের ডাকে চন্দননগর বাগবাজারে ধর্নায় বসে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা।

 

এদিন ধর্না মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেন, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, উপমহানাগরিক মুন্না আগরওয়াল, চেয়ারপার্সন স্নিগ্ধা রায় সহ চন্দননগরের তৃণমূল নেতৃত্বরা। সিবিআই-কে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, দোষীকে ফাঁসি দিতে হবে এই দাবিতে চলে তৃণমূলের ধর্না।