আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের অন্য চার বিধানসভার সঙ্গে হাড়োয়া ও নৈহাটি উপনির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল। হাড়োয়া থেকে তৃণমূলের প্রার্থী হচ্ছেন শেখ রবিউল ইসলাম। অন্যদিকে, নৈহাটি কেন্দ্রে তৃণমূলের বাজির ঘোড়া সনৎ দে। জেলার দুই বিধানসভা কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণার পরেই কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। শুভেচ্ছা জানাতে তাঁদের অনেকেই প্রার্থীদের বাড়িতে ভিড় করছেন।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে হাড়োয়া থেকে জয়ী হয়েছিলেন তৃণমূলের হাজি নুরুল ইসলাম। অন্যদিকে, নৈহাটি কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন তৃণমূলের পার্থ ভৌমিক। কিন্তু সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে নুরুল ইসলামকে দল বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী করে। পার্থকে প্রার্থী করা হয় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে। দু'জনেই জয়ী হয়ে সাংসদ হয়েছেন। সংসদীয় রীতি অনুযায়ী সাংসদ হিসেবে শপথ গ্রহণের আগে নুরুল ও পার্থ দু'জনকেই বিধায়ক পদে ইস্তফা দিতে হয়েছিল। তারপর থেকে হাড়োয়া ও নৈহাটি দুই বিধানসভা কেন্দ্রই বিধায়কহীন হয়ে রয়েছে। সম্প্রতি জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা করেছে। আগামী ১৩ নভেম্বর রাজ্যে বিধানসভার উপনির্বাচন। তার আগে রবিবার ছয় কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল। হাড়োয়া কেন্দ্রে প্রার্থী করা হয়েছে শেখ রবিউল ইসলামকে। তিনি সদ্যপ্রয়াত সাংসদ হাজি নুরুল ইসলামের মেজো ছেলে। বছর আটত্রিশের রবিউল ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। ২০১১ ও ১২ সালে পরপর দু'বার তিনি বারাসত সান্ধ্য মহাবিদ্যালয়ের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। ছিলেন দলের যুব সংগঠনের উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সাধারণ সম্পাদকও। ২০২৩ সালে জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন। যদিও পরে তিনি সেই পদ ছেড়ে দিয়েছেন। রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র রবিউলকে হাড়োয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দল প্রার্থী করায় কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পর 'আজকাল ইন'-কে রবিউল বলেন, 'দলের আদর্শ মেনে মানুষের জন্য কাজ করে যাব।'
অন্যদিকে, নৈহাটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এবার তৃণমূলের বাজির ঘোড়া সনৎ দে। নৈহাটি পুরসভার দু'বারের কাউন্সিলর। চেয়ারম্যান পরিষদেরও সদস্য (chairman in council)। বছর পঞ্চাশের সনৎ দক্ষ সংগঠক হিসেবে এলাকায় বেশ জনপ্রিয়। তাঁকে প্রার্থী করায় কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গিয়েছে। অনেকেই শুভেচ্ছা জানাতে তাঁর বাড়িতে পৌঁছে গিয়েছেন। 'আজকাল ইন'-কে সনৎ বলেছেন, 'পার্থ ভৌমিক আমার রাজনৈতিক শিক্ষাগুরু। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ মেনে আমি মানুষের জন্য কাজ করে যাব।'
