আজকাল ওয়েবডেস্ক: পুলিশের কাজে অসাধারণ অবদানের জন্য এবছর ২০১৯-২০ সালের জন্য ডিজিপি পুলিশ মেডেল (প্রশংসা পদক, শৌর্য পদক) পেলেন মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলার ডিএসপি (ডিআইবি) শিমুল সরকার, রঘুনাথগঞ্জ থানার সেকেন্ড অফিসার অরিন্দম সেন এবং জঙ্গিপুর পুলিশ জেলার ডিআইবি বিভাগে কর্মরত সাব ইন্সপেক্টর লক্ষীকান্ত বিশ্বাস ।
জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বৃহস্পতিবার বিকেলে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে পুলিশ আধিকারিকদের হাতে মেডেল এবং শংসাপত্র তুলে দেন। তিনি বলেন, 'কর্মক্ষেত্রে বিশেষ কৃতিত্বের তিন পুলিশ আধিকারিককে এই সম্মানে ভূষিত করা হয়েছে।'
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৯ সালে নদিয়া জেলাতে স্পেশাল অপারেশন গ্রুপের ভারপ্রাপ্ত আধিকারিক হিসেবে কর্মরত থাকার সময় নিজের কাজে অসাধারণ অবদানের জন্য ডিজিপি পুলিশ পদক পেয়েছেন অরিন্দমবাবু। পুলিশ সূত্রের খবর, অরিন্দমবাবুর নেতৃত্বে সেখানে একজন মুক ও বধির নাবালিকাকে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্তরা গ্রেপ্তার হয়। এর পাশাপাশি নদিয়ার হাঁসখালিতে তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের ঘটনার গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়। আরিন্দমবাবুর নেতৃত্বেই কিনারা হয়েছিল নদিয়া জেলার একাধিক জটিল খুনের মামলা। তারই স্বীকৃতি স্বরূপ এই পুরষ্কার বলে প্রশাসন সূত্রের খবর।
দক্ষিণ ২৪ পরগনা জেলার এসওজি-তে কর্মরত থাকার সময় একাধিক মামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার জন্য বিশেষ সম্মানে ভূষিত হলেন লক্ষীকান্ত বিশ্বাস।
পাশাপাশি অপরাধের কিনারা করাতে বিশেষ দক্ষতার পরিচয় দিয়ে এই পদক পেলেন শিমুল সরকার।
