আজকাল ওয়েবডেস্ক: পাঞ্জাবের প্রখ্যাত কবাডি খেলোয়াড় রানা বালাচোরিয়া হত্যাকাণ্ডে বড় সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পশ্চিমবঙ্গ পুলিশ ও হাওড়া সিটি পুলিশের সহযোগিতায় হাওড়ার গোলাবাড়ি থানা এলাকা থেকে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করল পাঞ্জাব পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ধৃতদের নাম করনদীপ সিং, করণ পাঠক এবং আকাশদীপ সিং।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কবাডি খেলোয়াড় রানা বালাচোরিয়াকে লক্ষ্য করে অতর্কিতে গুলি চালায় করনদীপ ও করণ। এই অভিযানে লজিস্টিক সাপোর্ট তথা যাবতীয় রসদ জুগিয়েছিল আকাশদীপ সিং। ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছিল তারা। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অভিযুক্তরা ভিন রাজ্যে পালিয়ে এসে হাওড়ার গোলাবাড়ি থানা এলাকায় আত্মগোপন করে আছে।
পাঞ্জাব পুলিশের অ্যান্টি গ্যাং টাস্ক ফোর্স বিষয়টি পশ্চিমবঙ্গ পুলিশকে জানালে দুই রাজ্যের পুলিশ যৌথ অভিযান চালায়। গা ঢাকা দিয়ে থাকার জন্য একটি গোপন ডেরা থেকে তিনজনকে হাতেনাতে ধরা হয়। ধৃতদের সোমবার হাওড়া জেলা আদালতে পেশ করা হলে বিচারক তাদের তিন দিনের ট্র্যানজিট রিমান্ডের নির্দেশ দেন। এই সময়ের মধ্যে তাদের পাঞ্জাবে নিয়ে যাওয়া হবে।
টাস্ক ফোর্সের ডিএসপি (অপারেশন) রাজেন পারমিন্দর সিং জানান "ধৃতরা মূলত বিহারের লোনি বার কৌশল চৌধুরী গ্যাং-এর (বিহার গ্যাং) সদস্য। তবে এই ঘটনার সঙ্গে রবি বিষ্ণোই গ্যাংয়ের কোনো সম্পর্ক নেই। মৃত রানা বালাচোরিয়া নিজে কোনো গ্যাং-এর সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি কেবল একজন খেলোয়াড় ছিলেন।"
এই হত্যাকাণ্ডে সাহায্য করার অপরাধে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগ, তারা এই শ্যুটারদের আশ্রয় দিয়েছিল এবং এক জায়গা থেকে অন্য জায়গায় পালানোর জন্য গাড়ির ব্যবস্থা করে দিয়েছিল। পুলিশ খতিয়ে দেখছে এই ঘটনার নেপথ্যে আর কোনো বড় ষড়যন্ত্র রয়েছে কি না। সেইসঙ্গে ধৃতরা এখানেই থাকার পরিকল্পনা করেছিল নাকি অন্য কোথাও পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল কিনা তা জানতে তাদের জেরা করবে পুলিশ।
