আজকাল ওয়েবডেস্ক: অধীর চৌধুরীর জমানা শেষ। রাজ্যের প্রদেশ কংগ্রেসের পদে বড় রদবদল। এবার রাজ্যে প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতির দায়িত্ব পেলেন শুভঙ্কর সরকার। শনিবার রাতে কংগ্রেসের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে এই ঘোষণা করা হয়েছে। 

 

শনিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে ঘোষণা করেন, রাজ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি হচ্ছেন শুভঙ্কর সরকার। এর আগে কংগ্রেসের গুরু দায়িত্ব সামলাতে হয়েছে তাঁকে। শুভঙ্কর সরকার সর্বভারতীয় কংগ্রেসের সম্পাদক ছিলেন। এর পাশাপাশি মল্লিকার্জুন খাড়্গে এবং কে সি বেণুগোপাল জানান, সংগঠনের ক্ষেত্রে অধীর চৌধুরীর ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। 

 

প্রসঙ্গত, চব্বিশের লোকসভা নির্বাচনের পরেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের সঙ্গে দূরত্ব তৈরি হয় অধীর চৌধুরীর। লোকসভা নির্বাচনে রাজনীতিতে নবাগত ইউসুফ পাঠানের কাছে পরাজিত হন বহরমপুর কেন্দ্রের টানা পাঁচবারের সাংসদ অধীর। তখন থেকেই জল্পনা ছিল, রাজ্যের প্রদেশ কংগ্রেসের পদে অধীর চৌধুরীকে সরানো হতে পারে। কয়েক মাসের মধ্যে শেষমেশ জল্পনাই সত্যি হল।