আজকাল ওয়েবডেস্ক:‌ দুর্গাপুজো, কালীপুজো শেষ। এবার জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে সেজে উঠেছে চন্দননগর। দূরদূরান্ত থেকে মানুষ আসেন চন্দননগরে প্রতিমা দর্শনে। অতিরিক্ত ভিড়ের কথা মাথায় রেখে, শুক্রবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত হাওড়া ডিভিশনে প্রতি দিন পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল। জানা গেছে, হাওড়া–ব্যান্ডেল শাখায় প্রতি দিন আপ–ডাউন মিলিয়ে ১০ টি অতিরিক্ত ট্রেন চলবে। পাশাপাশি হাওড়া–বর্ধমান ডিভিশনে এক জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্তও নিয়েছে রেল।


প্রসঙ্গত, শুক্রবার জগদ্ধাত্রী পুজোর সপ্তমী। রেল জানিয়েছে, শুক্রবার ৮ নভেম্বর থেকে আগামী মঙ্গলবার ১২ নভেম্বর পর্যন্ত প্রতি দিন বিকেল ও রাতে হাওড়া–ব্যান্ডেল শাখায় বাড়তি ট্রেন চলবে। হাওড়া থেকে ব্যান্ডেলগামী শেষ ট্রেনগুলি ছাড়বে বিকেল ৫.২০, সন্ধে ৭.৫৫, রাত ৮.‌৩৫, রাত ১১.৩০ এবং রাত সাড়ে বারোটায়। আবার ব্যান্ডেল থেকে হাওড়াগামী বিশেষ ট্রেন ছাড়বে সন্ধে ৬.৩৫, রাত ৯.২০, রাত ৯.৫৫, রাত ১টা এবং রাত ২টোয়। 


এমনকী হাওড়া থেকে বর্ধমানগামী বিশেষ ট্রেনও চালাবে পূর্ব রেল। জানানো হয়েছে, বর্ধমান থেকে হাওড়াগামী স্পেশ্যাল লোকাল ট্রেন ছাড়বে রাত সাড়ে ১০টায়। বিসর্জনের দিন, অর্থাৎ ১২ তারিখ হাওড়া–ব্যান্ডেল শাখায় আরও অতিরিক্ত ট্রেন চালাবে রেল। কয়েকটি লোকালের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে।