আজকাল ওয়েবডেস্ক: সাতসকালে চায়ের দোকান খুলতেই হইচই গোটা এলাকায়। ছুটে এল পুলিশও। কারণ? চায়ের দোকানের মেঝেতে পড়ে দোকানের মালিকের গলা কাটা নিথর দেহ। এই ঘটনায় মঙ্গলবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে ভাঙড়ের শাকশহর এলাকায়। মৃতের নাম জব্বার মোল্লা (৫৫)। চায়ের দোকানের মধ্যে থেকে জব্বারের গলা কাটা দেহ উদ্ধার ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। তাঁর দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ছে ভাঙর থানার পুলিশ।
এদিন সকালে শাকশহর বাজারে চায়ের দোকানটি খোলেন জব্বারের ছেলে। সোমবার থেকে জব্বারের খোঁজ পাওয়া যায়নি। দোকানের চাবি ছিল তাঁর ছেলের কাছে। বাবার খোঁজ না মেলায় দোকানটি খুলতেই ছেলের চক্ষু চড়কগাছ। চায়ের দোকানের ভিতরে বাবার গলা কাটা দেহ দেখে আঁতকে উঠেন যুবক। এরপরই চিৎকার করে আশেপাশের সকলকে ডাকেন।
জব্বারের ছেলে জানিয়েছেন, শুধুমাত্র গলা কাটা অবস্থায় দেহ উদ্ধার হয়েছে, এইই নয়। তাঁর বাবার শরীরে আঘাতের একাধিক চিহ্ন ছিল। কেউ বা কারা তাঁকে খুন করেছে বলেই তাঁর অনুমান। চায়ের দোকানের মধ্যে জব্বারকে কেন খুন করা হল, খুনের নেপথ্যে কী কারণ, কারা জড়িত, তা ঘিরে তদন্ত শুরু করেছে ভাঙড় থানার পুলিশ।
