রাজ্যে ফের এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ, মিলল ঝুলন্ত দেহ

SIR আতঙ্কে ফের মৃত্যু রাজ্যে! মিলল ঝুলন্ত দেহ। নিজস্ব চিত্র।

আজকাল ওয়েবডেস্ক: উত্তরবঙ্গের ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভার চুনাভাটি এলাকায় ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। মৃতের নাম মহম্মদ খাদেম। পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০০২ সালের দীর্ঘদিন ভোটার তালিকায় নাম না  থাকার জন্য তিনি চরম মানসিক চাপে ভুগছিলেন। সোমবার সন্ধের পর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি জায়গায় তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

মৃতের ছেলে মহম্মদ সাহিদ অভিযোগ করেন, এসআইআর আতঙ্কে বাবার রাতের ঘুম উড়ে গিয়েছিল। তিনি জানান, ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর বাবার নাম না থাকলেও পরিবারের কাছে বহু পুরনো নথিপত্র রয়েছে এবং তাঁরা দীর্ঘদিন ধরেই এই এলাকায় বসবাস করছেন। পরিবারের অন্যান্য সদস্যদের নাম ভোটার তালিকায় থাকলেও শুধুমাত্র তাঁর বাবাকে নিয়েই সমস্যা তৈরি হয়। হিয়ারিং হওয়ার পরেও সেই আতঙ্ক কাটেনি বলেই বাবার এই চরম সিদ্ধান্ত বলে দাবি ছেলের।

ঘটনার খবর পেয়ে দ্রুত  পৌঁছন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং পাশে থাকার আশ্বাস দেন। পরে তিনি জানান, জলপাইগুড়ি জেলায় এসআইআর সংক্রান্ত কারণে এখনও পর্যন্ত মোট সাতজনের মৃত্যু হয়েছে। এই ঘটনার সম্পূর্ণ দায় নির্বাচন কমিশনের বলে মন্তব্য করেন তিনি।

 

এর আগে, ২ জানুয়ারি, পূর্ব বর্ধমানের বৈকুন্ঠপুর ২ নম্বর পঞ্চায়েতের রায়নগরে এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠেছিল।  মৃতার নাম ফুলমালা পাল(৫৭)। 

জানা গিয়েছে, এসআইআর-এর  তালিকায় স্বামী, ছেলের নাম থাকলেও ফুলমালার নাম আসেনি।  ২০০২ সালের এসআইআর-এর তালিকায় নাম ছিল না তাঁর। তাই আনম্যাপিং হিসাবে শুনানির জন্য তাঁর কাছে নোটিস এসেছিল নির্বাচন কমিশনের। পরিবারের অভিযোগ নোটিস পাওয়ার পর থেকেই আতঙ্কে ছিলেন ফুলমালা। পরিবারকে আতঙ্কের কথা জানিয়েছিলেন তিনি। 

স্বামী সুনীল পাল জানান, 'আমরা আস্বস্ত করেছিলাম  আমাদের তো নাম আছে। তোমার চিন্তা করার কিছু নেই। কিন্তু তার পরেও বিষয়টা নিয়ে চিন্তার মধ্যে ছিল। শুক্রবার সকালে বাড়ি থেকে খানিকটা দূরেই রেললাইনে গিয়ে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।' 

এসআইআর চলছে রাজ্যে। এনুমারেশন ফর্ম পর্ব পেরিয়ে চলছে শুনানি পর্ব। এর মাঝেই, একাধিক মৃত্যুর ঘটনা। অভিযোগ এসআইআর আতঙ্কের দিকে। বছরের শেষ দিনেও এই আতঙ্কেই মৃত্যুর অভিযোগ ওঠে। ঘটনাটি ঘটে দক্ষিণদিনাজপুরের মলিগাঁও গ্রামপঞ্চায়েতে। মৃতার নাম জয়ন্তী সরকার। বয়স ৫০।

 

অভিযোগ, এসআইআর আতঙ্কে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। পরিবারের অভিযোগ, তাঁর ভোটার কার্ডে অসঙ্গতি ছিল। এমনকী, তাঁকে এনুমারেশন ফর্মও দেওয়া হয়নি। তাঁর ভোটারকার্ডে নাম তাঁর হলেও, ছবি অন্য মহিলার, ভুল স্বামীর নামেও, পরিবারের অভিযোগ তেমনটাই।