আজকাল ওয়েবডেস্ক: তিন ‘মৃত ভোটার’কে মঞ্চে তুলে সরব হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। সেই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয় তীব্র বিতর্ক। ঘটনার গুরুত্ব বুঝে রিপোর্ট তলব করেছিল নির্বাচন কমিশন। রবিবার কমিশনের কাছে সেই রিপোর্ট জমা পড়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ওই তিন জনের মধ্যে দু’জনের ক্ষেত্রে অনিচ্ছাকৃত প্রশাসনিক ভুল হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার (BLO)। রিপোর্টে সে কথাই উল্লেখ করেছেন ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO)। তবে তৃতীয় ভোটার মায়া দাসের ক্ষেত্রে স্পষ্ট 'ভুল' হিসেবে বিষয়টি চিহ্নিত করা হয়েছে।
২ জানুয়ারির সভায়, বকৃতার মাঝেই সভামঞ্চে অভিষেক ডাকেন এমন তিনজনকে, যাঁরা নির্বাচন কমিশনের তালিকায় 'মৃত'। তেমনটাই অভিযোগ ছিল অভিষেকের। বক্তৃতার মাঝেই তিনি মঞ্চে ডেকে নেন মেটিয়াবুরুজের মনিরুল মোল্লা, মায়া দাস এবং কাকদ্বীপের হরেকৃষ্ণ গিরিকে। অভিষেক বললেন, বেঁচে রয়েছেন, কিন্তু নির্বাচন কমিশনের তালিকায় মৃত, দক্ষিণ চব্বিশ পরগণায় এই সংখ্যা ২৪।

তা নিয়েই শুরু হয় বিতর্ক। সূত্রের খবর, রিপোর্ট অনুযায়ী, মনিরুল মোল্লা এবং হরেকৃষ্ণ গিরির নাম প্রথমে বুথে তৈরি বাদের তালিকায় ছিল না। পরে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তাঁদের নাম দেখা যায়। বিষয়টি নজরে আসার পরেই সংশ্লিষ্ট বিএলও বাকি দুই ব্যক্তি মনিরুল ও হরেকৃষ্ণের বাড়িতে যান। এরপর ফর্ম-৬ পূরণ করে নতুন করে ভোটার তালিকায় নাম তোলার আবেদন করা হয়। কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, অভিষেক ব্যানার্জির সভা হওয়ার অনেক আগেই ওই দুই ভোটারের ফর্ম-৬ জমা পড়েছিল। অর্থাৎ সভার সময় তাঁদের নাম অন্তর্ভুক্তির প্রক্রিয়া চলছিল।
এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর ‘মৃত ভোটার’ বিতর্কে প্রশাসনিক ভুল ও ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে নির্বাচন কমিশন সূত্রে খবর, মায়া দাসের ক্ষেত্রে 'ভুল'কে বেশি করে গুরুত্ব দিয়ে দেখছে নির্বাচন কমিশন, এবং এ বিষয়ে বিএলও এর ভুলটিকে ইচ্ছাকৃত ভুল না হলেও বিষয়টি যথেষ্ট স্পর্শকাতর বলেই খবর সূত্রের। সূত্রের খবর, যদি এ বিষয়ে নির্বাচন কমিশন রিপোর্ট খতিয়ে দেখে বিএলও বা সংশ্লিষ্ট আধিকারিকের গাফিলতি প্রমাণিত হয় তাহলে, সেক্ষেত্রে কঠিন সাজা হতে পারে বা আইনানুব ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। তবে এখনই স্পষ্ট করে কিছু বলেননি নির্বাচন কমিশন, কারণ পুরো বিষয়টি তদন্ত সাপেক্ষ।
