আজকাল ওয়েবডেস্ক: মালদহের মানিকচকের ঘটনায় এখনও উত্তপ্ত পরিস্থিতি, তার মাঝেই রাজ্যের দু’ জায়গায় গুলি চালানোর ঘটনা প্রকাশ্যে এসেছে। যদিও এসব জায়গায় গুলি চলার কারণ হিসেবে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, কোথাও কারণ ব্যক্তিগত আক্রোশ, কোথাও কারণ চিন্তাই। ঘটনাস্থল কৃষ্ণনগর এবং পশ্চিম বর্ধমানের কাঁকসা এবং মুর্শিদাবাদের বহরমপুরে।
জানা গিয়েছে বহরমপুরের সাঁটুই বাজারে প্রকাশ্যে গুলি চলার ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রের খবর। জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুরে শক্তিপুরের ওই যুবককে ভরা বাজারেই ঘিরে ধরেন কয়েকজন। তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। ওই যুবকের পায়ে গুলি লেগছে। এই মুহূর্তে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে তিনি চিকিৎসারত। সূত্রের খবর, পুরনো বিবাদের জেরে এই গুলি-চালানোর ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।
অন্যদিকে গুলি চলার ঘটনা ঘটেছে কৃষ্ণনগরে। সূ্ত্রের খবর, শুক্রবার ভোরে আচমকা গুলি চলে এক মাছ ব্যবসায়ীর ওপর। তাঁর কাছে থাকা টাকা-পয়সা দুষ্কৃতিরা ছিনতাই করেছে বলে জানা গিয়েছে। শুক্রভার ভোরে বিশ্বনাথ এবং তাঁর ভাই মাছ নিয়ে বাজারের দিকে যাচ্ছিলেন, তখনই আচমকা তিনজন তাঁদের ওপর চড়াও হয়ে টাকা পয়সা ছিনিয়ে নিতে চায়। অভিযোগ, বাধা দিলেই চলে গুলি। বিশ্বনাথের পায়ে গুলি লেগেছে, এই মুহূর্তে কৃষ্ণনগর হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তবে এই গুলি চলার কারণ কী? জানা যায়নি এখনও। বর্ধমানের কাঁকসায় ব্যক্তিগত আক্রোশের জেরে গুলি চলার ঘটনা ঘটেছে। জানা গিয়েছে জমি-বিবাদকে কেন্দ্র করে সেখানে গুলি চলার ঘটনা ঘটেছে। গুলি চলার ঘটনায় আতঙ্ক এলাকায়।
জানা গিয়েছে বহরমপুরের সাঁটুই বাজারে প্রকাশ্যে গুলি চলার ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রের খবর। জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুরে শক্তিপুরের ওই যুবককে ভরা বাজারেই ঘিরে ধরেন কয়েকজন। তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। ওই যুবকের পায়ে গুলি লেগছে। এই মুহূর্তে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে তিনি চিকিৎসারত। সূত্রের খবর, পুরনো বিবাদের জেরে এই গুলি-চালানোর ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।
অন্যদিকে গুলি চলার ঘটনা ঘটেছে কৃষ্ণনগরে। সূ্ত্রের খবর, শুক্রবার ভোরে আচমকা গুলি চলে এক মাছ ব্যবসায়ীর ওপর। তাঁর কাছে থাকা টাকা-পয়সা দুষ্কৃতিরা ছিনতাই করেছে বলে জানা গিয়েছে। শুক্রভার ভোরে বিশ্বনাথ এবং তাঁর ভাই মাছ নিয়ে বাজারের দিকে যাচ্ছিলেন, তখনই আচমকা তিনজন তাঁদের ওপর চড়াও হয়ে টাকা পয়সা ছিনিয়ে নিতে চায়। অভিযোগ, বাধা দিলেই চলে গুলি। বিশ্বনাথের পায়ে গুলি লেগেছে, এই মুহূর্তে কৃষ্ণনগর হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তবে এই গুলি চলার কারণ কী? জানা যায়নি এখনও। বর্ধমানের কাঁকসায় ব্যক্তিগত আক্রোশের জেরে গুলি চলার ঘটনা ঘটেছে। জানা গিয়েছে জমি-বিবাদকে কেন্দ্র করে সেখানে গুলি চলার ঘটনা ঘটেছে। গুলি চলার ঘটনায় আতঙ্ক এলাকায়।
