আজকাল ওয়েবডেস্ক: গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ পুণ্যার্থীর যাতায়াত নির্বিঘ্ন ও সুশৃঙ্খল রাখতে পরিষেবা বাড়াল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন।
নির্ধারিত ২৩টি ট্রেনের পাশাপাশি যাত্রীদের ভিড়ের কথা মাথায় রেখে আরও ৪টি বিশেষ ট্রেন চালু করা হয়েছে। এর ফলে গঙ্গাসাগর মেলায় যাওয়ার জন্য মোট ট্রেন পরিষেবার সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭টি।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, কাকদ্বীপ ও নামখানা রুটে যাত্রীসংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে অতিরিক্ত ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতিটি ট্রেনে গড়ে আড়াই হাজারেরও বেশি যাত্রী মেলার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন বলে রেল সূত্রে জানা গিয়েছে। অতিরিক্ত ট্রেনের সময়সূচি নিচে দেওয়া রইল:
৩৪৭২২ শিয়ালদহ–লক্ষ্মীকান্তপুর লোকাল (সকাল ৮.১৫) — নামখানা পর্যন্ত সম্প্রসারিত
৩৪৭২৬ শিয়ালদহ–লক্ষ্মীকান্তপুর লোকাল (সকাল ১১.০২) — নামখানা পর্যন্ত সম্প্রসারিত
৩৪৭৩০ শিয়ালদহ–লক্ষ্মীকান্তপুর লোকাল (দুপুর ১২.৫০) — নামখানা পর্যন্ত সম্প্রসারিত
৩৪৭৩৬ শিয়ালদহ–লক্ষ্মীকান্তপুর লোকাল (বিকেল ৩.৫০) — নামখানা পর্যন্ত সম্প্রসারিত
শিয়ালদহ ডিভিশনের এই আগাম পদক্ষেপ একটি সুপরিকল্পিত ব্যবস্থাপনার অংশ বলে জানানো হয়েছে। পুণ্যার্থীরা যাতে নিরাপদ ভাবে তীর্থযাত্রায় যেতে পারেন সে কারণেই অগ্রিম এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
ভিড় নিয়ন্ত্রণের জন্য রিয়েল-টাইম পরিস্থিতি অনুযায়ী ট্রেন পরিষেবার সংখ্যা বাড়ানো হচ্ছে। স্টেশনগুলিতে দীর্ঘ লাইন এড়াতে অ্যাপভিত্তিক টিকিট কাটার জন্য যাত্রীদের বার্তা দেওয়া হচ্ছে।
তবে, স্টেশনগুলিতে অতিরিক্ত টিকিট কাউন্টার খোলা হয়েছে। পুণ্যার্থীদের সুশৃঙ্খলভাবে যাতায়াতের জন্য বিশেষ হোল্ডিং এরিয়াও তৈরি করা হয়েছে।
স্টেশনের প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ এলাকায় যাত্রী সহায়তা ও ভিড় নিয়ন্ত্রণে আরপিএফ কর্মীদের মোতায়েন করা হয়েছে। পাশাপাশি শিয়ালদহ, নামখানা ও কাকদ্বীপ স্টেশনে বাড়তি সাফাইকর্মী নিয়োগ করে পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে নিয়মিত।
শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা জানান, ‘পুণ্যার্থীদের সুবিধার্থে যাত্রাপথের গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে ইন্টিগ্রেটেড হেল্প ডেস্ক, চিকিৎসা সহায়তা কেন্দ্র ও পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। শিয়ালদহ ডিভিশন প্রতিটি পুণ্যার্থীর নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ট্রেনের সংখ্যা বাড়িয়ে আমরা চাই গঙ্গাসাগরে পুণ্যস্নানের যাত্রা আরও শান্তিপূর্ণ হোক।’
রেল সূত্রে আরও জানানো হয়েছে, পরিস্থিতির উপর ২৪ ঘণ্টা নজর রাখা হচ্ছে রেলের তরফে। প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিকভাবে পরিষেবায় পরিবর্তন আনা হবে।
