প্রকাশ মণ্ডল, আলিপুরদুয়ার

প্রেমে প্রত্যাখ্যানের বদলা নিতে প্রেমিকার উপর অ্যাসিড হামলা যুবকের। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার শহরের নিউ আলিপুরদুয়ার এলাকায়। জানা গিয়েছে ব্যারাকপুরের বাসিন্দা ওই অভিযুক্ত যুবকের নাম ইন্দ্রজিৎ মুখার্জী। বছর চারেক ধরে নিউ আলিপুরদুয়ার এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেছিল এবং এলাকায় টোটো চালাত। কাজের সুবাদে তাকে নানা জায়গায় যেতে হত। নিউ আলিপুরদুয়ার এলাকায় একটি হোটেলে সে নিয়মিত খাওয়াদাওয়া করত। তখন থেকেই হোটেল মালিক আক্রান্ত ওই মহিলার প্রতি তার ভালোলাগা তৈরি হয় বলে জানা গিয়েছে। 

অন্যদিকে বছর খানেক আগে সেই ঘটনা জানতে পারে মহিলার পরিবারের লোকেরা। এরপরেই অভিযুক যুবককে মারধরও করা হয় বলে অভিযোগ। সেই সময় ইন্দ্রজিৎ আলিপুরদুয়ার ছেড়ে ব্যারাকপুরে ফিরে যায়। এরপর থেকেই অভিযুক্ত যুবক ওই মহিলার সঙ্গে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলেও মহিলা তাকে প্রত্যাখ্যান করেন বলে জানা যায়। 

আরও পড়ুন: দাউদাউ জ্বলছে পরপর গুদাম, নিমেষে ছাই কয়েক কোটি টাকার সামগ্রী! অগ্নিকাণ্ডের জেরে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ

মঙ্গলবার অভিযুক্ত যুবক কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেনে চেপে আলিপুরদুয়ারে আসে। রাতে যখন মহিলা হোটেল বন্ধ করে বাড়ি ফিরছিলেন সেই সময়  ইন্দ্রজিৎ তাঁর ওপর অ্যাসিড এবং ধারাল অস্ত্র দিয়ে আক্রমণ করে বলে অভিযোগ। প্রাণ বাঁচাতে মহিলা চিৎকার করে ঘটনাস্থল থেকে পালিয়ে লোকালয়ে চলে যান। অভিযুক্ত যুবকও ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মহিলার চিৎকার শুনে আশপাশের লোকজন যুবকের পিছু ধাওয়া করে এবং তাকে আটক করে মারধর করে।  নির্যাতিতাকে তড়িঘড়ি আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে মহিলার মুখে অ্যাসিড ও ধারাল অস্ত্রের আঘাতে বড়সড় ক্ষত হয়েছে। তাঁর বাঁ চোখেও অ্যাসিডের আঘাত লাগে। 

আরও পড়ুন: একজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নির্যাতিতার, বাকিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে: আসানসোলের পুলিশ কমিশনার

অন্যদিকে ঘটনার খবর পেয়ে আলিপুরদুয়ার থানার পুলিশ অভিযুক্ত যুবককে উদ্ধার করে নিয়ে আসে। বুধবার তাকে আলিপুরদুয়ার আদালতে পেশ করবে পুলিশ। অন্যদিকে আক্রান্ত মহিলার শারীরিক পরিস্থিতি খারাপ থাকায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতাল থেকে রেফার করা দেওয়া হয়েছে। এই বিষয়ে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের চিকিৎসক পবিত্র রায় বলেন, 'গতকাল রাতে অ্যাসিড আক্রান্ত এক মহিলাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। তার মুখে অ্যাসিড আক্রমণের আঘাত রয়েছে। এছাড়াও মাথায় ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। বাঁ চোখেও আঘাত লেগেছে। তাঁর শারীরিক পরিস্থিতি খারাপ থাকায় তাকে মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে রেফার করা হয়েছে।'

আরও পড়ুন: দলে মহিলাদের সম্মান নেই, সভা চলাকালীন দলীয় নেতৃত্বের বিরুদ্ধেই স্লোগান মহিলা মোর্চার

এই বিষয়ে আলিপুরদুয়ার জেলার অতিরিক্ত পুলিশ সুপার আসিম খান বলেন, গতকাল গভীর রাতে নিউ আলিপুরদুয়ার স্টেশন এলাকায় এক মহিলার ওপর অ্যাসিড আক্রমণ হয়। পুলিশ রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করে আলিপুরদুয়ার আদালতে পেশ করা হবে। কী কারনে মহিলার ওপর এই আক্রমণ তা তদন্ত করছে পুলিশ।