অরিন্দম মুখার্জি: রাখিবন্ধন বা রাখিপূর্ণিমা ভারতীয় উপহাদেশের একটি উৎসব। এই উৎসব ভাই ও বোনের মধ্যে প্রীতিবন্ধনের উৎসব। হিন্দু, জৈন, বৌদ্ধ, শিখরা সকলেই এই উৎসব পালন করে। এই দিন দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদার হাতে রাখি নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়।
এই রাখিটি ভাই বা দাদার প্রতি দিদি বা বোনের ভালবাসা ও ভাইয়ের মঙ্গলকামনা এবং দিদি বা বোনকে আজীবন রক্ষা করার ভাই বা দাদার শপথের প্রতীক। হিন্দু পঞ্জিকা অনুসারে, শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব উদযাপিত হয়। ১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময় রবীন্দ্রনাথ ঠাকুর ভ্রাতৃত্ব বজায় রাখার উদ্দেশে রাখি পালন করেছিলেন।
এদিন পুরুলিয়ায় পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাখি বন্ধন উৎসব উদযাপন করা হল রবীন্দ্র ভবনে। উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, সহ সভাধিপতি সুজয় ব্যানার্জি, বাগমুন্ডি বিধানসভার বিধায়ক সুশান্ত মাহাত, অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) আদিত্য বিক্রম মোহন হিরানি, জেলা যুব আধিকারিক সহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষগণ।
