আজকাল ওয়েবডেস্ক: পেট্রোল পাম্পে তেল ভরানোর পর টাকা চাইতে গিয়েছিলেন পাম্পকর্মী। টাকা দেওয়া তো দূর অস্ত, কর্মীকে পিষে মারল গাড়ির চালক। মধ্যরাতে নৃশংস হত্যাকাণ্ডের পর গাড়ি নিয়ে পালিয়ে যায় চালক। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই কর্মীর। এখনও পর্যন্ত অধরা ওই ঘাতক চালক।
শনিবার রাত দুটোর সময় ঘটনাটি ঘটেছে শান্তিপুরের কন্দ খোলা এলাকায়। মৃত যুবকের নাম, বিশ্বজিৎ দাস। ৩০ বছরের যুবক শান্তিপুর থানার কন্দ খোলা এলাকার বাসিন্দা ছিলেন। পেট্রোল পাম্পের মালিক জানিয়েছেন, মধ্যরাতে একটি চার চাকা গাড়ি তেল ভরাতে এসেছিল। তাতে তিনজন ছিলেন। তেলের জন্য মোট পাঁচ হাজার টাকা চালকের কাছে চাইতে যান বিশ্বজিৎ। আচমকা সেই গাড়ির চালক টাকা না দিয়ে পালাতে গিয়ে কর্মীকে পিষে দিয়ে চলে যায়।
গুরুতর আহত অবস্থায় রাতেই বিশ্বজিৎকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই পুলিশে খবর দেওয়া হয়। ঘটনায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। বিশ্বজিৎকে পিষে দিয়েই পালিয়ে যায় চালক। তারপর থেকে পলাতক সে। পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজে নৃশংস ঘটনাটি ধরা পড়েছে। চালকের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।
