আজকাল ওয়েবডেস্ক: অনলাইনে ভিড়,বাজারে ক্রেতা কম। চা বলয়ে বোনাস প্রক্রিয়া মোটামুটি সম্পন্ন হতেই ভিড় চা বলয়ের হাটে বাজারে। গত কয়েকদিন থেকে ডুয়ার্সের চা বলয়ে বোনাস নিয়ে বিভিন্ন জট ছিল। সময়ের সঙ্গে সেই জট কাটতেই পুজোর বোনাসের পর পুজোর আগে শেষ হাটে তুলনামূলক ভিড়। মালবাজার মহকুমার বিভিন্ন জায়গায় রবিবার সাপ্তাহিক হাট বসে। তার মধ্যে উল্লেখযোগ্য ওদলাবাড়ি সাপ্তাহিক হাট। দুরদুরান্ত থেকে ক্রেতা বিক্রেতা আসে এই হাটে। শিলিগুড়ি, পাহাড়াসহ বিভিন্ন এলাকার মানুষ জমায়েত হয় ডুয়ার্সের সব থেকে বড় হাটে।
তাই সকাল থেকেই হাটের জামাকাপড়, জুতো, স্টেশনারি দোকানে ছিল মারাত্মক ভিড়। ভিড়ের কারণে হাঁটা চলাই বন্ধ হয়ে গিয়েছে হাটে। যেহেতু পুজোর বাজারের শেষ হাট এটি তাই ভিড়ও ভীষণ বেড়েছে। আবার অন্য চিত্রও দেখা যাচ্ছে। হাতে টাকা থাকলেও অনলাইন শপিং এ ভিড় জমাচ্ছেন ক্রেতারা। সেখানে নিজেদের বাজেটে ইচ্ছেমতো পচ্ছন্দে বাজার করার সুবিধে থাকায় সাধারণ মধ্যবিত্ত এবং নিম্নবিত্তরা চাহিদা মতো জিনিস নিতে পারছেন।
কোনও কোনও বিক্রেতারা জানিয়েছেন, পুজোর শেষ হাটে ভালোই বিক্রি হচ্ছে। আবার কেউ কেউ বলছেন, হাটে ভিড় আছে কিন্তু সেইভাবে বিক্রি নেই। ক্রেতারা শুধু দাম দর করছেন কিন্তু কিনছে কই? তাছাড়া এখন অনলাইনের দৌলতে সবাই বাড়িতে বসেই পুজোর কেনাকাটা করছে। তাই বিক্রি-বাট্টা সেরকম নেই।
