অরিন্দম মুখার্জি: পুরুলিয়াকে সাধারণত রুক্ষ জেলা বলা হয়, কিন্তু পুরুলিয়ার বাগমুন্ডি অঞ্চলে ব্যাপকহারে সবুজায়ন ঘটেছে। এই সবুজায়নকে মাথায় রেখে পুরুলিয়া জেলার বনাধিকারিক এবং জেলা ভূমি সংস্কারক দপ্তর এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছে। 

 

বাগমুন্ডির সিন্দ্রি গ্রামের পদ্মশ্রী প্রাপ্ত দুখু মাঝি, পুরুলিয়ায় গাছবাবা নামে পরিচিত। সবুজায়ন রক্ষার জন্য হাজার হাজার গাছ লাগিয়েছেন, তাদের বড় করে তুলেছেন। পুরুলিয়া জেলার বনদপ্তরের কর্তা অঞ্জন গুহ এবং বনদপ্তরের সহকর্তা জয়মাল্য ভট্টাচার্য এবং পূর্ত কর্মাধ্যক্ষ হংসেশ্বর মাহাতো দুখু মাঝিকে পুরুলিয়া জেলায় বনদপ্তরে গাছ লাগানোর প্রশিক্ষণ দেওয়ার জন্য অনুরোধ করেন। 

 চারা কীভাবে তৈরি হয়, কীভাবে গাছ লাগানো হয় এবং গাছকে কীভাবে যত্ন করে বড় করা হয় সেই শিক্ষা দেওয়ার আর্জি জানান। 

 

 দুখু মাঝি তাতে রাজি হয়েছেন বলেও জানা গিয়েছে। এদিন তিনি বলেন, 'আমি যা গাছ লাগিয়েছি তার থেকে আরও বেশি গাছ লাগানো হোক এবং আমি নিজে এই বয়সেও দায়িত্ব নিয়ে চারা তৈরি করার শিক্ষা দেব। ' এই কর্মশালা আগামী মাসে মাথা ফরেস্ট রেঞ্জে হবে । সঙ্গেই বলেন, 'আমি খুব আনন্দ পেয়েছি এই বয়সে আমি আবার নতুন করে সবুজায়নের স্বপ্ন দেখছি যা জঙ্গলমহলকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে।' বাগমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতোও এদিন উপস্থিত ছিলেন।