আজকাল ওয়েবডেস্ক: আসন্ন উৎসবের মরশুমের আগে বড়সড় নাশকতার ছক বানচাল করল মুর্শিদাবাদ জেলা পুলিশ। বিহারের মুঙ্গের জেলা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র নিয়ে এসে নবগ্রামে বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল এক অস্ত্র কারবারি। 

 

বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের নবগ্রাম থানার পুলিশ এবং মুর্শিদাবাদ জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ যৌথ অভিযান চালিয়ে নবগ্রাম থানার আয়রা এলাকা থেকে ওই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করল। ধৃত ওই অস্ত্র কারবারির কাছ থেকে উদ্ধার হয়েছে চারটি উন্নত মানের ৭.৬৫ এমএম পিস্তল এবং আটটি ম্যাগাজিন। 

 

পুলিশ সূত্রে জানা গেছে, দ্রুত ব্যক্তির নাম রাজ্জাক শেখ (৩৫)। তার বাড়ি মুর্শিদাবাদে ডোমকল থানার নওদাপাড়া গ্রামে। নবগ্রাম থানার এক আধিকারিক জানান, 'বুধবার রাতে আমরা গোপন সূত্রে খবর পাই ডোমকল থানা থেকে এক ব্যক্তি বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র নিয়ে নবগ্রাম থানা এলাকার এক ব্যক্তির হাতে সেগুলো তুলে দেওয়ার জন্য আসছে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটি দল আয়রা গ্রামের কাছে অপেক্ষা করছিল। রাজ্জাক যখন সেই এলাকায় পৌঁছয় তখন পুলিশ তাকে ঘিরে ধরে এবং তার সাথে থাকা ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় অত্যাধুনিক চারটি ৭.৬৫ এমএম পিস্তল এবং আটটি ম্যাগাজিন।' 

 

পুলিশের ওই আধিকারিক জানান, প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি ধৃত ব্যক্তি আগ্নেয়াস্ত্র পাচার চক্রের একটি বড় ব়্যাকেটের সাথে জড়িত। সম্প্রতি মুঙ্গের থেকে এই আগ্নেয়াস্ত্রগুলো মুর্শিদাবাদ জেলাতে অবৈধভাবে আমদানি করা হয়েছিল। ধৃত ব্যক্তির ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন করে বৃহস্পতিবার তাকে আদালতে পেশ করা হচ্ছে। এই চক্রের সাথে আর কারা জড়িত পুলিশ তা খতিয়ে দেখছে।