আজকাল ওয়েবডেস্ক: এয়ার গান থেকে গুলি ছিটকে মৃত্যু হল বছর দশেকের এক নাবালিকার। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের ডোমকল থানার অন্তর্গত ঘোড়ামারা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে ওই নাবালিকার নাম মুসলিমা খাতুন।
আজ সকালে মুসলিমা যখন কয়েকজন প্রতিবেশীর সাথে খেলা করছিল সেই সময় হঠাৎই অসাবধানতাবশত একটি এয়ার গান থেকে গুলি ছুটে তার বুকে লাগে। ঘটনাস্থলে মৃত্যু হয় মুসলিমার।
পুলিশ সূত্রে জানা গেছে- ডোমকলের কুপিলা দাসপাড়া এলাকার বাসিন্দা মুসলিমা দিন কয়েক আগে ঘোড়ামারা এলাকায় নিজের মামাবাড়িতে বেড়াতে গিয়েছিল। সেখানেই আজ সকালে কয়েকজন বন্ধুর সাথে খেলা করছিল মুসলিমা। সেই সময় তাদের এক প্রতিবেশী, রাজু মণ্ডল (২০), একটি এয়ার গান নিয়ে সেই স্থানে এসে উপস্থিত হয়।
ডোমকল থানার এক আধিকারিক বলেন- রাজু নিজের এয়ারগান থেকে গুলি চালিয়ে নানা রকমের খেলা দেখানোর সময় হঠাৎই মুসলিমা এবং আরও কয়েকজন ওই এয়ারগানটি থেকে গুলি চালানোর বায়না করে সেটি নিয়ে টানাটানি করতে শুরু করে। সেই সময় রাজুর হাত ওই বন্দুকের ট্রিগারে চলে যায় এবং চাপ পড়ে তা থেকে গুলি বেরিয়ে সেটি সরাসরি মুসলিমার বুকে লাগে।
গুরুতর আহত অবস্থায় মুসলিমাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। যদিও মৃত ওই নাবালিকার মা কল্পনা বিবি বলেন, 'আমার মেয়ে খেলা করার সময় কেউ একজন তার বুকে বন্দুক লাগিয়ে গুলি চালিয়েছে। কীভাবে গোটা ঘটনা হয়েছে তা তদন্তের দাবি জানিয়ে আমরা পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছি।'
ডোমকল থানার এক আধিকারিক জানিয়েছেন- ইতিমধ্যে অভিযুক্ত রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হচ্ছে। আগামিকাল তাকে আদালতে পেশ করা হবে।
