আজকাল ওয়েবডেস্ক : মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার অন্তর্গত আন্দি এলাকায় আন্দি বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্কের একটি শাখায় ডাকাতির চেষ্টার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজন কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গত ১১ অগাস্ট বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্কের আন্দি শাখাতে প্রতিদিনের মতো স্বাভাবিক কাজকর্ম চলার সময় হঠাৎই ব্যাঙ্কে লাগানো সাইরেন বেজে ওঠে।
বড়ঞা থানার এক আধিকারিক বলেন, ব্যাঙ্ক থেকে সাইরেন বাজার শব্দ শুনেই পুলিশ ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় এবং ব্যাঙ্ক থেকে কোনও টাকা নিয়ে পালানোর আগেই উত্তর ২৪ পরগনার খড়দহ এলাকার বাসিন্দা অলক রায় এবং মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত জেমো- উমাপাড়া এলাকার বাসিন্দা কেতু শেখ ওরফে মফিজুদ্দিন নামে দুই ডাকাতকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রের খবর, গ্রামীণ ব্যাঙ্ক হওয়াতে সেখানে নিরাপত্তার কোনও কড়াকড়ি থাকবে না এমন মনে করে কোনও আগ্নেয়াস্ত্র ছাড়াই ওই ব্যাঙ্কে ডাকাতির ছক কষেছিল ডাকাতদল। ব্যাঙ্কের ভল্ট ভাঙার জন্য তাদের কাছে ছেনি ,হাতুড়ি ড্রিলিং মেশিন ইত্যাদি ছিল।
বড়ঞা থানার ওই আধিকারিক বলেন- অলক রায় এবং কেতু শেখকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি ব্যাঙ্কে ডাকাতির চেষ্টার সাথে মোট চার জন ব্যক্তি যুক্ত ছিলেন।
বৃহস্পতিবার রাতে বড়ঞা থানার পুলিশ গোপন সূত্রে খবর পায়, বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্কে ডাকাতি চেষ্টার ঘটনায় যুক্ত নুহু শেখ নামে কান্দি থানার শাসপাড়া গ্রামের বাসিন্দা এক ব্যক্তি কোনও একটি কাজে কুলির মোড়ের কাছে এসেছে। এরপর পুলিশ ওই ব্যক্তিকে কুলি মোড় থেকে গ্রেপ্তার করে। ধৃত ব্যক্তির পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন করে শুক্রবার তাকে কান্দি আদালতে পেশ করা হচ্ছে। বড়ঞা থানার এক আধিকারিক বলেন- ডাকাতির চেষ্টার অভিযোগে যুক্ত আরও এক ব্যক্তি এখনও অধরা রয়েছে। ধৃত ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদ করে তার সন্ধান পাওয়ার চেষ্টা চলছে।
