আজকাল ওয়েবডেস্ক: ফের ধর্ষণের চেষ্টা। এবার বীরভূমের দুবরাজপুরে এক নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করল দুষ্কৃতীরা। তাদের থেকে রক্ষা পেতে চিৎকার করে ওঠে ওই নাবালিকা। শেষপর্যন্ত পথচলতি মানুষরা ছুটে এলে পালিয়ে যায় তারা। লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে দুবরাজপুর থানায়।   জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা ছ'টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে।

 

 

নাবালিকার অভিযোগ, টিউশন পরে সে যখন বাড়ি ফিরছিল তখন পথে পন্ডিতপুর-হালসোত গ্রামের রাস্তার কাছে দুই যুবক তার পথ আটকায়। রাস্তা ফাঁকা থাকায় এবং যুবকদের এই আচরণে সে ভয় পায়। পাশ কাটিয়ে সে চলে যাওয়ার চেষ্টা করলে তাকে ওই যুবকরা টেনে নিয়ে যায় এবং মুখ বেঁধে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। টানাটানির জেরে নাবালিকার পোশাকের একটি অংশ ছিঁড়ে যায়। কোনওরকমে সে মুখের বাঁধন খুলে চিৎকার করতে থাকে। 

 

 

সেইসময় পথচলতি লোকজনেরা তার চিৎকার শুনে ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। দুই অভিযুক্ত পিন্টু সাহা ও চাঁদ দে বলে জানা গিয়েছে। বাড়ি ফিরে গোটা বিষয়টি নাবালিকা তার পরিবারকে জানালে তার অভিভাবকরা স্থানীয় দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের করে। অভিযুক্তরা পলাতক এবং তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।