আজকাল ওয়েবডেস্ক: গলা-কাটা অবস্থায় প্রাণ বাঁচাতে রাস্তার মোড়ে ছুটে আসলেন যুবক। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার শ্যামনগর এলাকায়। 

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে মগরাহাট থানার অন্তর্গত শ্যামনগর এলাকার একটি ক্লাবে চড়ুইভাতি চলছিল। সে সময় হঠাৎ এক যুবক রক্তাক্ত অবস্থায় মাঠের দিক থেকে প্রাণ বাঁচাতে শ্যামনগর মোড়ে ছুটে আসেন। আহত যুবক হাসিবুল মোল্লা শ্যামনগরের বাসিন্দা। স্থানীয়রা উদ্ধার করে আহত যুবককে প্রথমে মগরাহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে। 

পুলিশ সূত্রে জানা গেছে, এলাকার দুই যুবক একসঙ্গে মদ্যপান করছিলেন। সেসময় বচসার জেরে এই ঘটনা ঘটতে পারে। অভিযুক্ত যুবক খোকন সেখ ঘটনার পর থেকে পলাতক। অভিযুক্তের খোঁজে অন্য জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে মগরাহাট থানার পুলিশ।