আজকাল ওয়েবডেস্ক: রবিবারের সকাল। দিনের একেবারে শুরুতে কলকাতার আকাশে রোদ থাকলেও, বেলা বাড়তেই বদলে গিয়েছে পরিস্থিতি। ইতিমধ্যেই বিক্ষিপ্ত অংশে অন্তত কয়েক দফা বৃষ্টি হয়ে গিয়েছে। তবে হাওয়া অফিসের লেটেস্ট আপডেট বলছে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার বদলে, আগামী কয়েকঘণ্টায় ঝড়-জল বাড়বে শহরে।
রবিবার দুপুরে আবহাওয়া দপ্তরের শেষ আপডেট অনুযায়ী, আগামী কয়েকঘণ্টায় খাস কলকাতা-সহ তিন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দুপুর ১২.২০-র পর থেকে আগামী দু-তিন ঘণ্টায় কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগণা এবং হাওড়ায় মাঝারি বজ্রবিদ্যুৎ, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। দোসর হতে পারে দমকা বাতাস। বাতাসের বেগ ঘণ্টায় ৩০-৪০ কিমি হওয়ার প্রবল সম্ভাবনার কথা জানানো হয়েছে।
একই সঙ্গে হাওয়া অফিস জানাচ্ছে, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২.২ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮.৪। যা স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা বেশি।
আরও পড়ুন: রাশিয়ার থেকে তেল কিনছে ভারত, চটে লাল আমেরিকা, রক্তচক্ষুর হুঙ্কার! কেন?...
রবিবার হাওয়া অফিস জানিয়েছে, জুন মাস থেকে আগস্টের ১ তারিখ পর্যন্ত, রাজ্যের কোন কোন জেলায় বৃষ্টিপাতের পরিমাণ কতটা। পূর্ব মেদিনীপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরে বৃষ্টির ঘাটতি রয়েছে। মুর্শিদাবাদ, মালদহ, কালিম্পং, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, ঝাড়গ্রাম, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগণায় স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে। পূর্ব বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা, পুরুলিয়ায় বৃষ্টিপাতের পরিমাণ বেশি। অতিরিক্ত বেশি বৃষ্টি হয়েছে বাঁকুড়ায়।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে যে ঘূর্ণাবর্তটি ছিল, তা ক্রমেই উত্তর দিকে সরে গিয়েছে। বর্তমানে উত্তরবঙ্গের উপরে অবস্থান করছে ঘূর্ণাবর্ত। এর জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমেছে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল দুর্যোগের পূর্বাভাস রয়েছে। একটানা অতি প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। জারি লাল সতর্কতা।
৩ আগস্ট দক্ষিণবঙ্গের সব জেলায় জারি হলুদ সতর্কতা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে লাল সতর্কতা। এই দুই জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে জারি কমলা সতর্কতা।
আগামী সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাঁচ জেলায় জারি রয়েছে কমলা সতর্কতা। ওইদিন মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে। আগামী মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। টানা চারদিন পাঁচ জেলায় হলুদ সর্তকতা রয়েছে।
আগামী সাতদিন দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার বৃষ্টির দাপট বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায়। এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা। আগামী সোমবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির দাপট খানিকটা কমবে দক্ষিণবঙ্গের সব জেলায়। কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে।
