আজকাল ওয়েবডেস্ক: বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে সোমবার থেকেই রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস জারি করেছিল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছিল মঙ্গলবার অনেকটাই বাড়বে বৃষ্টির পরিমাণ। এদিন ভোররাত থেকেই শহর কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চল জুড়ে ভারী বৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, নদীয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে। এছাড়া, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বলে জানিয়েছে মৌসম ভবন। বৃষ্টি জারি থাকবে বুধবারেও। হাওয়া অফিস সূত্রে খবর, মৌসুমি অক্ষরেখা সমুদ্রপৃষ্ঠ থেকে গড় উচ্চতায় শ্রীগঙ্গানগর, ঝুনঝুনু, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও সংলগ্ন পূর্ব রাজস্থানে অবস্থিত নিম্নচাপ কেন্দ্রের মধ্য দিয়ে পন্না, ডালটনগঞ্জ, পুরুলিয়া হয়ে পূর্ব-দক্ষিণ-পূর্ব দিকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। 

এই পরিস্থিতির কারণে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কিছু জায়গায় এক বা দু’টি স্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। আজ শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯৮%। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার রাজ্যের পাঁচ জেলা ছাড়া, বাকি সব জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টি সম্ভাবনা। সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিপদ বাড়াবে ঝোড়ো হাওয়া। ৩০ আগস্ট, বুধবার, উত্তরের জেলাগুলিতে আপাতত বৃষ্টি নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিসে। তবে সেদিনও দুর্যোগ থেকে রেহাই পাবে না দক্ষিণবঙ্গ।

আরও পড়ুন: সীমান্ত এলাকায় বিএসএফের সঙ্গে তুমুল সংঘর্ষ, ঝড়ল রক্ত, মন্ত্রী ছুটলেন হাসপাতালে

বুধবার বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমানে, নদিয়া, মুর্শিদাবাদে হলুদ সতর্কতা জারি। একাধিক জেলায় সঙ্গী হবে ঝোড়ো হাওয়া। কেবল এই দুদিনেই নয়, আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি জারি থাকবে। তবে, বৃহস্পতিবার থেকে কমবে বৃষ্টির দাপট।‌ যদিও আগামী সপ্তাহেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর আগে সোমবার হাওয়া অফিসের তরফে জানানো হয়েছিল, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, মালদহ, দক্ষিণ দিনাজপুর এবং কালিম্পংয়ে বৃষ্টি হবে দিনভর।

উত্তর থেকে দক্ষিণ, জেলায় জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছিল। জানানো হয়েছিল, আজ অর্থাৎ মঙ্গলবার দক্ষিণ এবং উত্তর দুই বঙ্গেই ভারী বৃষ্টি হবে। সঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। আজ অর্থাৎ মঙ্গলবার দার্জিলিংয়ের পাশাপাশি জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, কোচবিহারের মতো জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও কম-বেশি বৃষ্টি চলবে। আগামিকালও বুধবারও উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির দাপট থাকবে। সপ্তাহ শেষে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন: প্রবল বর্ষণে দার্জিলিংয়ে ধস, ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি, কমলা সতর্কতা জারি, মঙ্গলবারও রয়েছে বৃষ্টির পূর্বাভাস