আজকাল ওয়েবডেস্ক: স্কুলের মধ্যেই অঘটন। ক্লাস চলার সময় সিলিং ফ্যান ভেঙে মাথায় পড়ে আহত তিন ছাত্র।আহত তিনজনের মধ্যে একজনের চোট গুরুতর। তার মাথা ফেটেছে বলেই খবর।
সূত্রের খবর, আহত তিন পড়ুয়াকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার পর পোলবা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে মাথায় পাঁচটি সেলাই দিতে হয়। শনিবার ঘটনাটি ঘটেছে হুগলির পোলবার বেলগড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে। আপাতত তিন পড়ুয়াই স্থিতিশীল বলে জানা গিয়েছে।
স্কুলের প্রধান শিক্ষক দিলীপ দাস জানান, স্কুলে চতুর্থ শ্রেণির ক্লাস চলছিল। আচমকা একটি সিলিং ফ্যান খুলে পড়ে যায় ছাত্রদের মাথায়। রনজিৎ, আকাশ ও ঋক সাঁতরা আহত হয় এই দুর্ঘটনায়। রনজিতের মাথা ফেটে যায়। তাদের দ্রুত স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। মাথায় ব্যান্ডেজ করা হয় স্বাস্থ্য কেন্দ্রে। পরে গ্রামীন হাসপাতালে গিয়ে সেলাই দিতে হয়। ঘটনায় আতঙ্কিত হয়ে পরে বাকি পড়ুয়ারা।
