আজকাল ওয়েবডেস্ক: ইংরেজি নতুন বছরের শুরুতেই রাজ্য রাজনীতিতে বাড়ছে উত্তাপ। এখনও বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও দেওয়াল লিখন ও ব্যঙ্গচিত্রে ইতিমধ্যেই ভোটের আবহ তৈরি করতে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। তারই অঙ্গ হিসেবে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় জোর কদমে দেওয়াল লিখনের কাজ শুরু করেছে তৃণমূল কংগ্রেস।
এলাকার মহেশপুর প্রাইমারি বুথ সংলগ্ন এলাকায় তৃণমূলের উদ্যোগে দেওয়ালে দেওয়ালে ফুটে উঠছে নানা স্লোগান, ছড়া ও ব্যঙ্গচিত্র। কোথাও লেখা রয়েছে “পদ নয় পতাকা, সব কেন্দ্রেই মমতা”। আবার কোথাও জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানানো হয়েছে। তবে প্রার্থীর নাম ফাঁকা রেখেই দেওয়াল লিখন চলছে। কারণ দলের তরফ থেকে এখনও পর্যন্ত কারুর নাম ঘোষণা করা হয়নি বা এত তাড়াতাড়ি সেটা করার কথাও নয়।

এই দেওয়াল লিখনের অন্যতম প্রধান বিষয় হয়ে উঠেছে এসআইআর ইস্যু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ব্যঙ্গচিত্র এঁকে ছড়ার মাধ্যমে এসআইআর প্রসঙ্গে কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনকে কটাক্ষ করা হয়েছে। তৃণমূলের দেওয়াল লিখনে এসআইআর-কে “হয়রানি ও আতঙ্কের কারণ” হিসেবে তুলে ধরা হচ্ছে বলে দাবি করা হয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, সাধারণ ভোটারদের মধ্যে এই এসআইআর নিয়ে যে আতঙ্ক তৈরি হয়েছে, সেটাকে সামনে রেখেই প্রচার চালানো হচ্ছে।
একই সঙ্গে দেওয়াল লিখনের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্প ও উন্নয়নের কথাও তুলে ধরা হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী-সহ একাধিক সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ পাচ্ছেন বলে দেওয়ালে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা এলাকার তৃণমূল নেতা মনাজুর মোল্লা বলেন, “নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও আমরা প্রচারে এগিয়ে থাকতে চাইছি। প্রার্থী যেই হোক না কেন, জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে চতুর্থবার মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জিকে বিপুল ভোটে জয়ী করাই আমাদের লক্ষ্য। বিজেপি এসআইআর-কে হাতিয়ার করে ভোট বৈতরণী পার হতে চাইছে। কিন্তু সাধারণ মানুষ ইতিমধ্যেই বিষয়টি বুঝে গিয়েছেন।” সব মিলিয়ে, নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা না হলেও দেওয়াল লিখন, ব্যঙ্গচিত্র ও স্লোগানে চন্দ্রকোনার গ্রামাঞ্চলে যে ভোটের হাওয়া বইতে শুরু করেছে, তা স্পষ্ট।
