আজকাল ওয়েবডেস্ক: এক তরুণীকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে এক যুবক সহ তিন জনকে গ্রেপ্তার করল পুলিশ। কুলতলির ঘটনা। পুলিশ জানিয়েছে ধৃত যুবক রজনী মণ্ডল বিয়ে করার জন্য তুলে নিয়ে যেতে এসেছিল ওই তরুণীকে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, কুলতলির সিকিরহাটের বাসিন্দা রজনীর সঙ্গে কিছুদিন আগে গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের এক তরুণীর বিয়ের কথাবার্তা শুরু হয়। পাত্র পক্ষের পাত্রী পছন্দ হলেও পাত্রীর বাড়ির লোকজনের রজনীকে পছন্দ হয়নি। সেই কারণে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয় পাত্রী পক্ষ। অভিযোগ, তার পরেও মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিতে থাকে রজনী। রাজি না হলে আত্মহত্যার হুমকি দিয়েছে বলেও অভিযোগ। তাতেও কাজ না হওয়ায় শনিবার কয়েকজনকে সঙ্গে নিয়ে তরুণীকে বাড়ি থেকে তুলে নিয়ে যেতে আসে রজনী।
প্রতিবেশীরা ঘটনা স্থলে এসে রজনী সহ বাকিদের আটকে রেখে পুলিশকে খবর দেন। পুলিশ এসে তিন জনকে গ্রেপ্তার করে ।
পাত্রীর মায়ের অভিযোগ, 'বিয়ের জন্য ছেলে ও তার পরিবারের কয়েকজন আমাদের বাড়িতে আসেন, কিন্তু ছেলে পছন্দ না হওয়ায় আমার মেয়ে বিয়েতে রাজি হয়নি, আর তাতেই মেয়েকে রাস্তায় বিভিন্নসময় বিয়ের জন্য চাপ দিত। এবার বাড়ি থেকে তুলে নিয়ে যেতে এসেছিল।'
পাত্রীর অভিযোগ, বিয়ের জন্য বাড়িতে এসে ফোন নম্বর নিয়ে বিভিন্ন সময় বিয়ের জন্য চাপ দিত। রাজি না হওয়ায় আত্মহত্যার হুমকিও দেয়।
পুলিশ সূত্রে খবর, গণ্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, মেয়েটির মা অভিযোগ জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে মামলার রুজু করে তদন্ত শুরু হয়েছে।
