আজকাল ওয়েবডেস্ক: অক্টোবরেই পুজো শুরু। আগামী ৯ অক্টোবর, বুধবার ষষ্ঠী। আর পুজো মানেই টানা ছুটিতে বেড়াতে যাওয়ার প্ল্যান। বেশিরভাগ মানুষই ঘুরতে যাওয়ার জন্য বেছে নেন ষষ্ঠীর দিনটিকেই।
এবার পুজোর ছুটিতে পাহাড়ে যেতে মন চাইছে। তাই ষষ্ঠী থেকে টানা পুজোর ছুটিতেই সেরে ফেলা দার্জিলিং ভ্রমণের পরিকল্পনা। কিন্তু কাজের ব্যস্ততায় সময় মতো টিকিট কাটা হয়নি? এবার বেশিরভাগ ট্রেনের ক্ষেত্রেই ওয়েটিং লিস্টের তালিকা দীর্ঘ? কি করে বিষয়টা ম্যানেজ করবেন বুঝতে পারছেন না? ঘনিষ্টদের কীভাবে বোঝাবেন? তা নিয়ে চিন্তার শেষ নেই। মুসকিল আসান করতে আপনার পাশে আছে পূর্ব রেল।
পুজোর সময় দার্জিলিং সফরের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করছে পূর্ব রেল। অক্টোবর মাসের ৯ তারিখ অর্তাৎ ষষ্ঠীরদিন, ১৬ তারিখ, ৩০ তারিখ এবং নভেম্বর মাসের ৬ তারিখ দার্জিলিং যাওয়ার জন্য হাওড়া থেকে ছাড়বে স্পেশাল ট্রেন (০৩০২৭ আপ)। ট্রেনটি হাওড়া থেকে রাত ১১টা ৫৫ মিনিটে যাত্রা শুরু করে পরের দিন সকাল ১০টা ৪৫ মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছবে।
এত গেল দার্জিলিং যাওয়ার কথা। কিন্তু যারা ওই সময়ে দার্জিলিঙে থেকে ফিরে আসার টিকিট কেটে উঠতে পারেননি তাদের জন্যও রয়েছে সুখবর। আগামী অক্টোবর মাসের ১০, ১৭, ৩১ এবং নভেম্বর মাসের ৭ তারিখ নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া আসার জন্য একটি স্পেশাল ট্রেন চলবে (০৩০২৮ ডাউন)। ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে দুপুর ১২ টা ৪৫ মিনিটে যাত্রা শুরু করে রাত ১২টা ১০ মিনিটে হাওড়া স্টেশনে পৌঁছবে।
ট্রেনটিতে একটি এসি ফার্স্ট এবং এসি টু টায়ার কম্বাইন্ড কোচ, একটি এসি টু টায়ার, পাঁচটি এসি থ্রি টায়ার, একটি এসি থ্রি ইকোনমি, আটটি স্লিপার কোচ এবং ৩টি জেনারেল সেকেন্ড ক্লাস কোচ থাকবে। তাহলে পুজোয় দার্জিলিং যাওয়ার চিন্তা তো দূর হল। এবার শুধু ব্যাগ গোছানোর অপেক্ষা।
