আজকাল ওয়েবডেস্ক: দলবেঁধে এসেছিল গরু চুরি করতে। কিন্তু শেষরক্ষা করা গেল না। হাতেনাতে ধরল পুলিশ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানে। ধৃতেরা সকলেই হরিয়ানার বাসিন্দা বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২০ অক্টোবর রাতে কালনা শহর থেকে একটি গরু চুরি হয়। পিক আপ ভ্যানে করে ওইদিন রাতে গরু নিয়ে পালাচ্ছিল একদল লোক। পথে এক সিভিক ভলান্টিয়ার দেখতে পেয়ে গাড়ি দাঁড় করাতে বলে। কিন্তু অভিযুক্তরা না দাঁড়িয়ে গাড়ির গতি বাড়িয়ে পালাতে থাকে। তাতেই বাড়ে সন্দেহ। নিকটবর্তী থানায় খবর দেন ওই সিভিক ভলান্টিয়ার। খবর পেয়ে পুলিশ গাড়িটিকে ধাওয়া করা শুরু করে।
কিন্তু না দাঁড়িয়ে দুষ্কৃতীরা গাড়ির গতি আরও বাড়িয়ে দেয়। পথে এক পুলিশকর্মী দুষ্কৃতীদের গাড়ি থামাতে গেলে তাঁকে চাপা দেওয়ার চেষ্টা করে তারা। পুলিশের হাত এড়াতে গার্ডরেল ভেঙে বেরিয়ে যায়। শেষপর্যন্ত জামনা ব্রিজের কাছে গাড়ি রেখে চম্পট দেয় তারা। খানিক পরে পুলিশ পৌঁছে গাড়ি থেকে গরু উদ্ধার করে এবং পরে খোঁজ নিয়ে মালিকের কাছে ফিরিয়ে দেয়। তদন্তে নেমে আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজ চালাতে থাকে কালনা থানা। শেষপর্যন্ত মেলে হদিশ। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়। জেরায় উঠে আসে এরা হরিয়ানার বাসিন্দা। পুলিশের সন্দেহ, এই দলের সদস্যরা একটি আন্তঃরাজ্য গরু পাচার চক্রের সঙ্গে যুক্ত। এদের কোথায় কোথায় যোগাযোগ রয়েছে তা জানতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
