আজকাল ওয়েবডেস্ক: লোকারণ্য, মহাধুমধাম। প্রথমবার দিঘায় ঐতিহাসিক রথযাত্রা। আর এই রথযাত্রাকে কেন্দ্র করে সাধারণের উন্মাদনাও চোখে পড়ার মতো। বহু মানুষ ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন সেখানে। পৌঁছে গিয়েছেন খোদ রাজ্যের প্রশাসনিক প্রধান, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এখনও বহু মানুষের পরিকল্পনা রথে দিঘায় যাওয়ার।
২৭ জুন রথযাত্রাকে ঘিরে দিঘায় লক্ষাধিক পর্যটকের সমাগমের সম্ভাবনা থাকায় পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ও ট্র্যাফিক বিভাগ বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে। দিঘাগামী যান চলাচল স্বাভাবিক রাখতে ও অতিরিক্ত চাপ সামাল দিতে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ।
বাড়তি বাস পরিষেবা-
দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (SBSTC) ও প্রাইভেট অপারেটরদের সহযোগিতায় ২৬ থেকে ২৮ জুন পর্যন্ত বিশেষ বাড়তি বাস চলবে কলকাতা, হাওড়া, কাঁথি, তমলুক, ও খড়গপুর থেকে দিঘার উদ্দেশে।
ট্রাফিক নিয়ন্ত্রণ ও রুট ডাইভারশন-
দিঘা শহরে যানজট এড়াতে শহরের প্রবেশপথে অস্থায়ী ট্রাফিক চেকপোস্ট বসানো হয়েছে। মূল শহরের রাস্তাগুলিতে হালকা যান ছাড়া ভারী যান প্রবেশ ২৬ জুন সন্ধ্যা ৬টা থেকে ২৮ জুন রাত ১২টা পর্যন্ত বন্ধ থাকবে। বিকল্প রুট হিসেবে চিহ্নিত করা হয়েছে কাঁথি-মন্দারমণি বাইপাস ও চাঁদপুর রোড।
রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে দিঘায় বাড়তি পর্যটকের ভিড় সামাল দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল। দক্ষিণ-পূর্ব রেলের তরফে ২৬, ২৭ ও ২৮ জুন চালু হয়েছে বিশেষ ট্রেন পরিষেবা। পাশাপাশি, তমলুক-দিঘা রুটে নিয়মিত ট্রেনগুলিতে অতিরিক্ত কোচ সংযোজন করা হয়েছে। দিঘা স্টেশনে বাড়তি টিকিট কাউন্টার, নিরাপত্তা ও স্বেচ্ছাসেবকদেরও মোতায়েন করা হয়েছে। পর্যটকদের যাত্রা যাতে নির্বিঘ্ন হয়, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ রেলের।
