আজকাল ওয়েবডেস্ক: ঘুগনি বানানোর পর মশলা আনতে পাশের ঘরে গিয়েছিলেন মহিলা। তার পরেই সর্বনাশ। আচমকা শব্দ শুনতে পেয়ে ছুটে এসে দেখেন মাটিতে পড়ে রয়েছে ঘুঘনির কড়াই। তাঁর শিশুটি পড়ে রয়েছে তার মধ্যে। দু'জনের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে সেই দৃশ্য দেখে আঁতকে ওঠেন। দেড় বছরের শিশুটিকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু শেষ রক্ষা করা যায়নি। প্রায় ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল শিশুটির। হাসপাতালেই মৃত্যু হয় শিশুটির শোকের আবহ বীরভূমের ধনঞ্জয়পুরে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুটির নাম আকসাম শেখ। গত সোমবার আকসামের মা ঘুঘনি বানিয়ে উনুন থেকে ফুটন্ত কড়াইটি নামিয়ে পাশের ঘরে যান মশলা আনতে। অসাবধানতবশত আকসামকে রেখে যান গরম কড়াইটির পাশেই। হামাগুড়ি দিতে দিতে শিশুটি গরম কড়াইয়ে পড়ে যায়। 

আহত অবস্থায় আকসামকে প্রথমে মুরার হাসপাতাল এবং সেখান থেকে রামপুরহাট মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়। সেখানেই শুক্রবার সকালে মৃত্যু হয় তাঁর। পুলিশ জানিয়েছে, বর্ধমান মেডিক্যালের পুলিশ মর্গেই ময়নাতদন্ত হবে।