আজকাল ওয়েবডেস্ক: ধেয়ে আসছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'ডানা'। ঘূর্ণিঝড়ের দাপটে চলতি সপ্তাহে বাংলা ও ওড়িশায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। প্রবল বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের জেরে কতটা ক্ষতি হতে পারে, কী কী গুঁড়িয়ে যেতে পারে, তা ঘিরে আগেভাগেই সতর্ক করল হাওয়া অফিস। 

 

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরে নিম্নচাপ ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিনত হয়েছে। বর্তমানে পূর্ব পশ্চিম বঙ্গোপসাগরে তার অবস্থান। সাগর দ্বীপ থেকে ৭৫০ কিলোমিটার দূরে। বুধবার সকালে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। যা পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে। তারপর এটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে দিকে যাবে। এবং ২৪ অক্টোবর তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে। 

 

কবে, কোথায়, কতট বৃষ্টি হবে? হাওয়া অফিস জানিয়েছে, বুধবার সন্ধে থেকে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় ভারি বৃষ্টিপাত হবে। ২৪ তারিখ, বৃহস্পতিবার দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, কলকাতায় অতি ভারি বৃষ্টিপাত হবে।

 

২৫ তারিখ, শুক্রবার বাঁকুড়া, হাওড়া, হুগলিতে অতি ভারি বৃষ্টিপাত হবে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকাতে বৃহস্পতিবার সন্ধ্যার পর হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার থাকবে। এছাড়াও কলকাতা, ঝাড়গ্ৰাম, হুগলিতেও বইবে ঝোড়ো হাওয়া। 

 

আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, সুন্দরবন ও সাগরদ্বীপ এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে। ঘূর্ণিঝড়ের দাপটে ঝুপড়ি, কাঁচা ঘর, ইলেকট্রিক খুঁটি, গাছ ভাঙার সম্ভবনা রয়েছে। বৃষ্টির সময় দৃশ্যমানতা কমবে। মৎস্যজীবীদের ২২ থেকে ২৫ অক্টোবরের মধ্যে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।