আজকাল ওয়েবডেস্ক: আরজি কর হাসপাতালের ঘটনার ছায়া এবার বর্ধমানের ভাতারে। কর্তব্যরত এক চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগ উঠল ভাতার থানার এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে অভিযুক্ত সুশান্ত রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, শনিবার রাতে অভিযুক্ত ভাতার স্টেট জেনারেল হাসপাতালে ডিউটিতে ছিল। হাসপাতালের এক মহিলা চিকিৎসকের অভিযোগ, মত্ত অবস্থায় তাঁর কাছে চিকিৎসা করাতে আসে ওই সিভিক ভলান্টিয়ার। এরপর চিকিৎসার ব্যবস্থা করা হলেও আচমকাই ওই সিভিক ভলান্টিয়ার চিৎকার করতে থাকে এবং তাঁকে হুমকি দিয়ে বলে, 'আরজি কর হাসপাতালে কী হয়েছে জানেন তো?' ভয় পেয়ে ওই চিকিৎসক অন্যান্য সিভিক ভলান্টিয়ারদের ডাকেন।



শনিবার সকালে এই ঘটনার প্রতিবাদে হাসপাতালের নার্স এবং চিকিৎসকরা ভাতার থানায় ডেপুটেশন দেন। দাবি, অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের শাস্তির ব্যবস্থা করতে হবে। হাসপাতালে যান জেলার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামী। তিনি ঘটনার প্রতিবাদ জানিয়ে অভিযুক্তর গ্রেপ্তারির দাবি তোলেন। পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক খুনের ঘটনায় যাকে গ্রেপ্তার করা হয়েছে সেই অভিযুক্ত সঞ্জয় রায়ও একজন সিভিক ভলান্টিয়ার।