আজকাল ওয়েবডেস্ক: সিআইডির হাতে গ্রেপ্তার বারাসতের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ত্রিপুরার এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ রয়েছে কাউন্সিলর মিলন সর্দারের বিরুদ্ধে। এই ঘটনার পরেই অভিযুক্ত কাউন্সিলরকে বহিষ্কার করেছে তৃণমূল।
জানা গেছে, সোদপুরের এক আবাসনে পরিচিতের বাড়িতে এসেছিলেন ত্রিপুরার এক ব্যবসায়ী। অভিযোগ, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ওই আবাসনের নিচে পার্কিং এলাকায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে কয়েকজন ওই ব্যবসায়ীকে অপহরণ করে বারাসতের একটি বাগানবাড়িতে নিয়ে আসে। সেখানে কিছুদিন রাখার পর একটি আবাসনের ফ্ল্যাটে ওই ব্যবসায়ীকে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। তদন্তে নেমে সিআইডি বারাসতের ওই আবাসনে হানা দিয়ে ত্রিপুরার ব্যবসায়ীকে উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় সাত জনকে। তদন্তে চালিয়ে গোয়েন্দারা জানতে পারেন এই চক্রের সঙ্গে যুক্ত রয়েছেন বারাসত পুরসভার তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার। অপহরণের পরিকল্পনা করা থেকে বারাসতে ব্যবসায়ীকে রাখা, সবটার সঙ্গেই যুক্ত ছিলেন এই তৃণমূল নেতা। তবে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। শেষে বৃহস্পতিবার বারাসতের বাড়িতে আসার খবর পেয়ে রাতে সিআইডি মিলন সর্দারকে গ্রেপ্তার করে। দলবিরোধী কাজে যুক্ত থাকায় তৃণমূল ধৃত কাউন্সিলরকে দল থেকে বহিষ্কার করেছে।
