আজকাল ওয়েবডেস্ক: নজির গড়ল আসানসোল জেলা হাসপাতাল। রাজ্যে প্রথম এই হাসপাতালে হল 'স্তন পুনর্গঠন' বা 'ব্রেস্ট ইমপ্ল্যান্ট'। যার পুরোটাই করেছেন এই হাসপাতালের শল্য চিকিৎসকরা। উপস্থিত ছিলেন রাজ্যের প্রখ্যাত শল্য চিকিৎসক ডাঃ দীপ্তেন্দ্র সরকার। কর্মসূত্রে যিনি এসএসকেএম হাসপাতালের সঙ্গে যুক্ত।

এবিষয়ে ডাঃ দীপ্তেন্দ্র সরকার বলেন, 'এসএসকেএম হাসপাতালে এই ধরনের অস্ত্রোপচার আমরা এর আগেও করেছি। কিন্তু কোনও জেলা হাসপাতালে এই ধরনের অস্ত্রোপচার রাজ্য বা দেশের মধ্যেও প্রথম হল। আসানসোল পৌর নিগমের সহায়তায় এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের উদ্যোগে গোটা কাজটাই করেছেন আসানসোল হাসপাতালের চিকিৎসকরা। আমরা সহযোগিতা করেছি।' 

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সালানপুর ব্লকের এক মহিলা তাঁর স্তনে টিউমার নিয়ে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসা করাতে এসেছিলেন। অস্ত্রোপচারের পর তাঁর বায়োপসি রিপোর্টে ওই মহিলার স্তনে ক্যান্সারের উপস্থিতি পাওয়া যায়। সাধারণত এক্ষেত্রে ঝুঁকি এড়াতে অস্ত্রোপচার করে আক্রান্ত স্তন শরীর থেকে বাদ দিয়ে দেন চিকিৎসকরা। কিন্তু এক্ষেত্রে ওই মহিলা জানান, তিনি স্তন বাদ দিতে চান না। স্তনের পুনর্গঠন চান। 

গোটা চিকিৎসা যথেষ্ট ব্যয়সাধ্য। এবিষয়ে সহযোগিতা করতে এগিয়ে আসে আসানসোল পুর কর্তৃপক্ষ। মঙ্গলবার সফলভাবেই হয় অস্ত্রোপচার। রোগী এই মুহূর্তে সুস্থ আছেন বলেও জানা গিয়েছে।