আজকাল ওয়েবডেস্ক: নিজের দলীয় সদস্যাকে শ্লীলতাহানি করে গ্রেপ্তার হলেন পঞ্চায়েতের বিরোধী দলনেতা। অভিযুক্ত এই বিজেপি নেতা শোভন তরফদারকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উত্তর ২৪ পরগণার বনগাঁ ব্লকের ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা। 

 

এবিষয়ে শোভন বলেন, 'সম্পূর্ণ নিজের স্বার্থে দলে জায়গা পাচ্ছেন না বলে এই অভিযোগ করেছেন। তবে এটা আমার নয়, দলের অপমান। গোটা দেশের ভারতীয় জনতা পার্টিকে অপমান করলেন।' 

 

জানা গিয়েছে, গত ৭ জুন বিজেপির এক পঞ্চায়েত সদস্যা বিরোধী দলনেতার বিরুদ্ধে পুলিশের কাছে শ্লীলতাহানির অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে এদিন পুলিশ ওই নেতাকে গ্রেপ্তার করে। 

 

এবিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল বলেন, 'অভিযোগ সত্য হলে প্রশাসন আইনত ব্যবস্থা নিক। কিন্তু অনুরোধ, অহেতুক কাউকে যেন হয়রানি করা না হয়। ঘটনা সত্য হলে তদন্ত করে সঠিক বিচার হোক। দল দলীয়ভাবে ব্যবস্থা নেবে।' 

 

সমালোচনা করে বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, 'বিজেপি একটা উশৃঙ্খল দল। এরা মহিলাদের সম্মান দিতে জানে না।'