আজকাল ওয়েবডেস্ক: পকেটে টাকার গোছা! তল্লাশি চালাতেই বেরিয়ে এল একের পর এক ৫০০ টাকার নোট। অথচ সবগুলিই জাল! ঘটনায় গ্রেপ্তার নদিয়ার বিজেপি নেতা।
নদিয়ার ভীমপুরে জাল নোট সহ এক বিজেপি নেতাকে গ্রেপ্তারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে ভীমপুর থানার পুলিশ শনিবার সন্ধেয় বিশেষ অভিযান চালিয়ে দেবব্রত বিশ্বাস নামে এক ব্যক্তিকে আটক করে। তিনি স্থানীয়ভাবে বিজেপির শক্তি প্রমুখ পদে যুক্ত বলে জানা গিয়েছে। যদিও জাল নোট সঙ্গে রাখা এবং সেই ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর, এখনও তাঁর দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, ওইদিন সন্ধে প্রায় ছ’টা নাগাদ ভীমপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রুপেশ বিশ্বাসের নির্দেশে সাব-ইন্সপেক্টর সাকিল ওয়াহেদুর রহমানের নেতৃত্বে একটি দল ভীমপুর ঝোড়পাড়া এলাকায় হানা দেয়। দীর্ঘদিন ধরেই ওই এলাকায় জাল নোট লেনদেনের কিছু সন্দেহজনক খবর পুলিশের কাছে পৌঁছচ্ছিল। সেই সূত্র ধরেই এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ভীমপুর মাস্টার পাড়ার বাসিন্দা দেবব্রত বিশ্বাসকে পুলিশ আটক করে। পরে স্থানীয় দু’জন সাক্ষীর উপস্থিতিতে তাঁর ব্যক্তিগত তল্লাশি নেওয়া হয়। সেই তল্লাশিতে তাঁর কাছ থেকে তিনটি ৫০০ টাকা জাল পাওয়া যায় বলে দাবি করেছে পুলিশ। প্রাথমিক পরীক্ষায় সেগুলি জাল বলে মনে হওয়ায় দেবব্রতকে ঘটনাস্থলেই গ্রেফতার করা হয়।
পুলিশের বক্তব্য, উদ্ধার হওয়া নোটগুলি কীভাবে তাঁর কাছে এল, তিনি জাল নোটের কোনও বৃহত্তর চক্রের সঙ্গে যুক্ত কি না এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় ভীমপুর থানায় নির্দিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। তদন্তকারীরা দেবব্রতর আর্থিক লেনদেন, যোগাযোগ এবং সম্ভাব্য জাল নোট চক্রের সঙ্গে তাঁর কোনও সংযোগ আছে কি না, তা যাচাই করছেন। এদিকে এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় বাসিন্দাদের একাংশ জানিয়েছেন, তাঁরা কয়েকদিন ধরেই টাকা লেনদেন সংক্রান্ত কিছু সন্দেহজনক আচরণ লক্ষ্য করেছিলেন। তবে দেবব্রত বিশ্বাসের পরিবারের পক্ষ থেকে এখনও কোনও মন্তব্য করা হয়নি। ধৃত দেবব্রতকে আজ অর্থাৎ রবিবার কৃষ্ণনগর আদালতে পেশ করা হবে। আদালতে, পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজত চাইতে পারে বলে জানা গিয়েছে। এই মুহূর্তে তদন্তকারীরা উদ্ধার নোটগুলি ফরেনসিক পরীক্ষায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন। তবে রিপোর্ট এলে তদন্তের দিক আরও স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
