আজকাল ওয়েবডেস্ক: প্রতিদিন নানা ধরনের নেশা করাকে কেন্দ্র করে তুমুল অশান্তি সংসারে। বচসার মাঝে রাগের মাথায় মাকে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। মৃতের নাম, বাসন্তী কুণ্ডু (৫৭)। অভিযুক্ত লোটন কুন্ডুকে আটক করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত তাঁর বিরুদ্ধে থানায় লিখিত কোনও অভিযোগ দায়ের হয়নি।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে বীরভূমের চন্দ্রপুর থানা এলাকায়। পাতাডাঙা গ্রামে একসঙ্গে থাকতেন বাসন্তী ও তাঁর ছেলে লোটন। ছেলে বিভিন্ন ধরনের নেশা করতেন বলে প্রায়শই বকাঝকা করতেন বাসন্তী। বুধবার রাতেও নেশা করাকে কেন্দ্র করে ছেলের সঙ্গে ঝামেলা হয় বাসন্তীর। এরপরই মায়ের মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে ছেলে খুন করেছে বলে অভিযোগ।
স্থানীয় সূত্রে খবর, বাসন্তীর চিৎকারের শব্দ শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। সেই সময় রক্তাক্ত বাসন্তীর মাথায় জল ঢালছিলেন লোটন। তারপর তাঁকে উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান সকলে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।লোটনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে বীরভূমের চন্দ্রপুর থানা এলাকায়। পাতাডাঙা গ্রামে একসঙ্গে থাকতেন বাসন্তী ও তাঁর ছেলে লোটন। ছেলে বিভিন্ন ধরনের নেশা করতেন বলে প্রায়শই বকাঝকা করতেন বাসন্তী। বুধবার রাতেও নেশা করাকে কেন্দ্র করে ছেলের সঙ্গে ঝামেলা হয় বাসন্তীর। এরপরই মায়ের মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে ছেলে খুন করেছে বলে অভিযোগ।
স্থানীয় সূত্রে খবর, বাসন্তীর চিৎকারের শব্দ শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। সেই সময় রক্তাক্ত বাসন্তীর মাথায় জল ঢালছিলেন লোটন। তারপর তাঁকে উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান সকলে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।লোটনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
