আজকাল ওয়েবডেস্ক: খেতে বসে সহকর্মীদের সঙ্গে বচসা। সেখান থেকে মারধর। দুদিন হাসপাতালে ভর্তি থাকার পর অস্ত্রপচার হলেও শেষরক্ষা হল না। বিজেপি শাসিত রাজস্থানে কাজ করতে গিয়ে মৃত্যু হল বাংলার এক পরিযায়ী শ্রমিকের। খুনের অভিযোগ উঠেছে মৃতের সহকর্মীদের বিরুদ্ধে। ঘটনায় ইতিমধ্যেই লেগেছে রাজনৈতিক রং।

 

 

 

জানা গিয়েছে, বাংলা থেকে কেউ কাজ করতে গেলে তাঁদের ওপর ঘৃণা পোষণ করা হচ্ছে। মৃত ব্যক্তি মালদার হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের মিসকিনপুর এলাকার বাসিন্দা। তাঁর নাম মতি আলি। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘ ২০ বছর ধরে রাজস্থানে একটি সোনার দোকানে কাজ করতেন মতি। গত ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় খাওয়ার সময় বিহার ও উড়িষ্যার সহকর্মীদের সঙ্গে তাঁর ঝগড়া হয়।এরপর কয়েকজন শ্রমিক ঘরের মধ্যে তাঁকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ।

 

 

দুই কিলোমিটার দূরে কাজ করতেন মতির আরেক ভাই। তাঁর সাহায্যেই কি শ্রমিককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা অস্ত্রোপচার করলেও শেষ রক্ষা হয়নি। দুদিন চিকিৎসা চলার পর শুক্রবার সকালে মতির মৃত্যু হয়। পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবার। খবর পেয়ে মৃত শ্রমিকের বাড়িতে যান স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন।

 

 

বলেন, 'বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলার মানুষদের কেউ সহ্য করতে পারছে না। সেই আক্রোশ থেকে এই ভাবেই খুন করা হচ্ছে।' যদিও এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে বিজেপির দাবি,  বাংলায় কাজ নেই বিজেপি শাসিত রাজ্যগুলোতে কাজ আছে। তাই বাংলার শ্রমিকরা সেখানে যাচ্ছে। যদিও খুনের ঘটনা ঘটলে আইন ঠিক ব্যবস্থা নেবে।