আজকাল ওয়েবডেস্ক: রাত পোহালেই কোজাগরী লক্ষ্মীপুজো। তার আগে যাবতীয় কেনাকাটা সেরে নিতে মঙ্গলবার সকাল থেকেই ভিড় বাজারে। কিন্তু ফুল, ফল, আনাজ কিনতে গিয়ে নাভিশ্বাস উঠে আসছে বাঙালির। একেবারে দৈনন্দিন জিনিসপত্রের মূল্যবৃদ্ধির জেরে জেবার সাধারণ মানুষ। তার ওপর পুজোর জন্য ফুল, ফল কিনতে গিয়ে দাম শুনেই চোখ কপালে উঠে যাচ্ছে আমজনতার।

 

সোমবার যে কুঁড়িপদ্ম ২৫ টাকায় বিক্রি হচ্ছিল সেই একই কুঁড়িপদ্মের দাম মঙ্গলবারে বেড়ে হয়েছে ৪০ টাকা। আন্দাজ করা হচ্ছে বুধবার সকালে সেই দাম আরও বাড়বে। বাজারদর বলছে, সবথেকে বেড়েছে শাকসবজির দাম। লক্ষ্মীপুজোয় অনেকেই খিচুড়ি বানিয়ে থাকেন। তার প্রাথমিক উপকরণের দামই বেড়েছে অনেকটাই। সবজি কিনতে গেলেও পকেট ফাঁকা হয়ে যাচ্ছে। এক কেজি টম্যাটোর দাম ১৪০ টাকা। আলুর দাম বেড়ে দাঁড়িয়েছে কেজি প্রতি ৬০ টাকায়। বেগুন বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে। একই অবস্থা ফলের ক্ষেত্রেও। আপেলের দাম ১২০ টাকা।

 

মুসুম্বির দাম ৮০ টাকা কেজি, বেদানা প্রায় ২৫০ টাকা। কলা ১০ থেকে ১২ টাকা জোড়া, ন্যাসপাতির দাম প্রায় ১৩০ টাকা, শশার দাম গিয়ে দাঁড়িয়েছে কেজি প্রতি ৫০ টাকায়। শহরের পাশাপাশি, জেলার বাজারগুলিতেও একই অবস্থা। ব্যবসায়ীরা জানাচ্ছেন, পাইকারি বাজারে শাক সবজির জোগান কম থাকায় খুচরো জিনিসপত্রের দাম বাড়ছে বাজারে। তবে লক্ষ্মীপুজোর আগেও কোথাও কোথাও প্রতিমার থেকেও বেড়ে গিয়েছে বাজারদর যা অত্যন্ত চিন্তায় ফেলছে সাধারণ মানুষকে।