আজকাল ওয়েবডেস্ক: অপারেশন করতে করতেই অপারেশন থিয়েটার ছেড়ে বেরিয়ে এলেন চিকিৎসক। দাবি, এই অপারেশন তিনি করতে পারবেন না। ভেতরে অপারেশন টেবিলে অচৈতন্য হয়ে আছেন রোগী। কাটাছেঁড়া অনেকটা হয়েও গিয়েছে। বাইরে অপেক্ষারত রোগীর বাড়ির পরিজন হতভম্ব। শেষপর্যন্ত অপারেশন আর হয়নি। রোগী আপাতত ওই হাসপাতালেই ভর্তি। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির মাল সুপার স্পেশালিটি হসপিটালে। 

 

জানা গিয়েছে, মাদারীহাট ব্লকের গোপালপুর চা বাগানের মাষ্টার লাইনের বাসিন্দা অজয় ওঁরাওয়ের স্ত্রী গল স্টোন-এর সমস্যা নিয়ে মাল হাসপাতালে ডা: ওয়াসিম আহমেদের কাছে চিকিৎসাধীন ছিলেন। অপারেশনের আগে তাঁর বিভিন্ন টেষ্ট বা শারীরিক পরীক্ষা হয়। সেই রিপোর্ট দেখে ওই চিকিৎসক অপারেশনের সিদ্ধান্ত নেন। ২ অক্টোবর বেলা ১১টায় শুরু হয় অপারেশন। বেলা দেড়টা নাগাদ আচমকাই চিকিৎসক বাইরে বেরিয়ে বলেন, তাঁর দ্বারা এই অপারেশন সম্ভব নয় এবং তিনি করতেও পারবেন না। ওই অবস্থাতেই তিনি রোগীকে বাইরে নিয়ে যাওয়ার পরামর্শ দেন বলে অভিযোগ। যার জেরে সমস্যায় পড়ে যায় মহিলার পরিবার। শেষপর্যন্ত স্থগিত রাখা হয় অপারেশন। অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছেন তরাই ডুয়ার্স মহিলা ওয়েলফেয়ার-এর পক্ষে বিনীতা তেতে। তাঁর কথায়, থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং ঘটনার দায় হাসপাতাল কর্তৃপক্ষকে নিতে হবে। 

 

এবিষয়ে মাল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ডা: সুধীর কুমার বলেন, 'হাসপাতালে কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। গল স্টোন অপারেশন চলাকালীন ওই মহিলার কিছু অভ্যন্তরীণ সমস্যা ধরা পড়ে। যেটা তাঁর টেষ্ট-এ ধরা পড়েনি। সেকারণেই রোগীর পরিবারের সঙ্গে কথা বলেই অপারেশন স্থগিত করা হয়। তিনি এখন হাসপাতালেই চিকিৎসাধীন আছেন।'