আজকাল ওয়েবডেস্ক: রবিবার ভাইফোঁটা দিতে যাওয়ার পথে এক বৃদ্ধাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে মেমারি থানার পুলিশ। তাদের আগামীকাল অর্থাৎ সোমবার আদালতে প্রেরণ করা হবে।
পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার সায়ক দাস জানান, অভিযোগ পেয়ে পুলিশ দুজনকেই গ্রেপ্তার করেছে। ধৃত দুই যুবকের নাম সদানন্দ মালিক ও অর্ঘ্য ধারা। আগামীকাল তাদের আদালতে তোলা হবে।
জানা গিয়েছে, বাপের বাড়ি যাওয়ার পথে দুই যুবক তাঁর পথ আটকায়। তিনি রবিবার ভোরে বাপের বাড়ি রওনা হন। ভাইফোঁটা উপলক্ষে সেখানে যাচ্ছিলেন। অভিযোগ, ওই দুজন জোর করে একটি পুকুর পাড়ের বারান্দায় নিয়ে যায়। সেখানে বৃদ্ধাকে ধর্ষণের চেষ্টা করে দুই যুবক।
আক্রান্ত মহিলা ভয়ে চিৎকার করে ওঠেন। এলাকার মানুষ ছুটে এসে একজনকে ধরে ফেলে। অন্যজন তখন পালিয়ে যায়। মেমারি থানার পুলিশ পরে তল্লাশি চালিয়ে পলাতক যুবককে গ্রেফতার করে। এদিন নির্যাতিতার মেডিকেল টেস্ট করানো হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় নেশার ঠেক রয়েছে। পুলিশকে জানানো হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।
